বীরভূম: ২৭ জুলাই বীরভূমে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইলামবাজারে একটি সভা করবেন তিনি সেই সভা থেকে জেলার বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এছাড়া ২৮ তারিখে বোলপুরে একটি পদযাত্রা করবেন বাংলা ভাষার (Mamata Bengali Language Movement) পক্ষে বাঙালি নির্যাতনের প্রতিবাদে। পদযাত্রায় মুখ্যমন্ত্রী সঙ্গে পা মেলাবেন অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ, কাজল সেখ,আশীষ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ সহ জেলার অন্যান্য নেতৃত্ব। জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তবে কোর কমিটির সঙ্গে বৈঠক হওয়া নিয়ে এখনও পর্যন্ত খবর নেই। তবে দলীয় নেতৃত্বের কথা হতে পারে বলে সূত্রের খবর। ২৭ জুলাই আসছেন জেলায় সেদিন রাত্রি বাস করবেন বোলপুরের রাঙা বিতানে এরপর ২৯ জুলাই ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।
বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে আগেই গর্জে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা। মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে বাংলা ভাষার অধিকার রক্ষায় রাজ্যের প্রতিটি জেলা, ব্লক এবং অঞ্চল স্তরে ‘ভাষা আন্দোলন’ চলবে। এবার বোলপুর থেকে বিজেপির বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে বিদ্বেষের অভিযোগে ‘ভাষা আন্দোলনের’ ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ জুলাই বীরভূম জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতায় শান দিয়ে বাংলা-বাঙালির উপর আক্রমণের প্রতিবাদে একটি মিছিলও করার কথা রয়েছে তাঁর। পদযাত্রায় মুখ্যমন্ত্রী সঙ্গে পা মেলাবেন অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ, কাজল সেখ,আশীষ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। ২৮ জুলাই মুখ্যমন্ত্রীর বীরভূমের ইলমবাজারে বেশ কিছু প্রশাসনিক কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৯ জুলাই কেন্দ্রের বিরুদ্ধে ধিক্কার মিছিলের মধ্যে দিয়ে শুরু হবে কেন্দ্রের বিরুদ্ধে ভাষা আন্দোলন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস। ২১ জুলাইয়ের মঞ্চে তা পরিষ্কার হয়ে গিয়েছে। বিজেপির বিরুদ্ধে “বাঙালি বিদ্বেষের অভিযোগ” তুলে রাজ্য জুড়ে নতুন মেরুকরণ তৈরি করতে চাইছে তৃণমূল।
আরও পড়ুন:একুশে জুলাইয়ের পরে কেন এই কথা বললেন দিলীপ ঘোষ?
প্রসঙ্গত, একুশে জুলাইয়ের একদিন আগেই মূলমঞ্চের কাছে অনুব্রত মণ্ডলকে আটকে দিয়েছিল পুলিশ। যা নিয়ে বিস্তর চাপানউতোরও হয়েছিল। পরবর্তীতে একুশের মঞ্চেও আর তাঁকে দেখা যায়নি। রাজনৈতিক মহলের মতে ক্ষমতাও অনেকটাই কমে গিয়েছে অনুব্রতর। আর সঙ্গে নেই জেলা সভাপতির ট্যাগ। উল্টে শুধুই কোর কমিটির সদস্য। তবে অনুব্রতর সঙ্গে মমতা আলাদা করে কোনও বৈঠক করবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
অন্য খবর দেখুন