ওয়েব ডেস্ক: সোমবার বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেপথ্যে বীরভূমে পরপর দুই তৃণমূল কর্মীর খুনের (Birbhum Trinamool Leader Murder Case) ঘটনা। তাঁর কথায়, “কয়েকদিনের মধ্যে দুই তৃণমূল কর্মী খুন হয়ে গেল। আইসির কি দায়িত্ব ছিল না? আমি তো মনে করি ছিল।” খুনের ঘটনায় পুলিশের দায়িত্বে যে খামতি ছিল তাই এদিন প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রীর বার্তায়।
২১শে জুলাইয়ের সভামঞ্চ থেকে ‘ভাষা আন্দোলনের’ ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বিজেপি শাসিত রাজ্যে বাংলা-বাঙালি বিদ্বেষের প্রতিবাদে বীরভূমকেই ‘ভাষা আন্দোলনের’ সূচনা স্থান হিসেবে প্রথম বেছে নেন মুখ্যমন্ত্রী। সেই মতো গতকাল রবিবার বিকেলেই বোলপুরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে চপ মুড়ি হাতে হাজির ছিলেন অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন: ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনুন, নির্দেশ মুখ্যমন্ত্রীর
সোমবার বেলা গড়াতেই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রসাশনিক বৈঠকে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। বীরভূম জেলার নানান সমস্যার কথা উঠে আসে তাঁর কণ্ঠে। সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের গ্রহণের নির্দেশ দেন তিনি। সেই সময়েই বীরভূমে দুই তৃণমূল কর্মী খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কয়েকদিনে দুই তৃণমূল কর্মী খুন হয়ে গেল। আইসির দায়িত্ব ছিল না খবর রাখার? আমি তো মনে করি ছিল। খুন হয়ে গেলেই আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে।”
বৈঠক শেষ হতেই বেলা তিনটে থেকে বিজেপি শাসিত রাজ্যে (BJP State) বাংলা-বাঙালিদের নিগ্রহের প্রতিবাদে পদযাত্রা শামিল হন মুখ্যমন্ত্রী। তাঁর হাতে দেখা যায় রবিঠাকুরের ছবি ও বাংলা বর্ণমালা।
দেখুন অন্য খবর