কলকাতা: ভোটার তালিকার (Voter List) এসআইআর সংশোধন নিয়ে ফের হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন জেলায় জেলায় তাঁর নেতৃত্বে শুরু হয়েছে ভাষা আন্দোলন। এই দিন ঝাড়গ্রামের মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দিতে হলে তাঁর দেহ পেরিয়ে যেতে হবে। ২০২৬ সালের ভোটের আগে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি বাংলাকে বাঁচাতে দলীয় রং ভুলে দিলেন ঐক্যের ডাক।
আগামী ‘২৬ নিবার্চনে মমতার হাতিয়ার বাঙালির অস্মিতা।
সেই আবেগকে কাজে লাগিয়ে বাংলা ও বাঙালিকে হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলনে পথে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল। ঝাড়গ্রামে দাঁড়িয়ে রাজনৈতিক মতাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যের বার্তা দিলেন মমতা। তিনি বলেন, “ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল। আপনার ঠিকানা, আপনাকেই রক্ষা করতে হবে। একটিও নাম যেন বাদ না যায়।”
আরও পড়ুন: মহারাষ্ট্র মডেল? রাজ্য ও কলকাতায় বিজেপির আলাদা কমিটি?
ঝাড়গ্রামে পথে নেমে মমতা বলেন, “এনআরসি মানছি না, মানব না।” নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলে হুঙ্কার ছেড়ে মমতা বলেন, “নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে, এনআরসি মানছি না, মানব না।” পাশাপাশি, বাংলার বাসিন্দা ও নির্বাচিত প্রতিনিধি কাছে অসম সরকারের এনআরসির নোটিস পাঠানো নিয়ে তিনি বলেন, “ওটা বেআইনি। গণন্ত্রণ বিরোধী, অসংবিধানিক। অসম সরকার এই নোটিস পাঠাতে পারে না। ধিক্কার জানাই।”
দেখুন ভিডিও