কোচবিহার: স্বামীকে কাছে পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না কোচবিহারের মানিক তালুকদারের (Manik Talukdar) স্ত্রী সোমা তালুকদার। শুক্রবার সন্ধ্যায় মানিক তালুকদারকে স্বাগত জানাতে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। টানা ১৭ দিন উত্তরাখণ্ডের উত্তরকাশিতে (Uttarkashi) সুড়ঙ্গে (Tunnel) আটকে থাকার পর বাড়ি ফিরলেন বলরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের গেন্ডারপাড় এলাকার বাসিন্দা মানিক।
তাঁকে স্বাগত জানাতে পরিবারের সদস্যরা, আত্মীয় পরিজন সহ গোটা গ্রামের মানুষ হাজির হন। বাজনা, শঙ্খ ধ্বনি, উলুধ্বনির মধ্য দিয়ে মানিককে স্বাগত জানানো হয়। এ যেন মৃত্যুকে জয় করে ঘরে ফেরা। এদিন বাড়িতে তাঁর প্রিয় খাবারের মেনুতে ছিল রুই মাছের ঝোল, মাংস, ডাল, সব্জি।
আরও পড়ুন: কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার গৃহ শিক্ষক
উল্লেখ্য, উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বের করার পর তাঁদের নিয়ে যাওয়া চিন্যালিসৌরের (Chinyalisaur) স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে আগেভাগেই যাবতীয় আধুনিক চিকিৎসা ব্যবস্থা জোগাড় করে রাখা ছিল। বুধবার সকালে তাঁদের নানারকমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলে। এগুলি হয়ে গেলেই তাঁদের অধীর অপেক্ষায় থাকা বাড়ির লোকের সঙ্গে ছেড়ে দেওয়া হয়।
আরও খবর দেখুন