ওয়েব ডেস্ক : ফের মাওবাদী হামলা ঝাড়খণ্ডে (Jharkhand)। এবার চক্রধরপুর ডিভিশনের রাংরা-করমপাড়া রুটের রেললাইন বিস্ফোরণে (Blast) উড়িয়ে দিল মাওবাদীরা। তবে ওই সময় ওখানে কোনও ট্রেন না আসায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ (RPF) এবং ঝাড়খণ্ড ও ওড়িশা পুলিশ।
সূত্রের খবর, রবিবার সকাল ৬.৪০ নাগাদ এই বিস্ফোরণ ঘটে। এর জেরে ভেঙে যায় রেললাইনের স্লিপার। খবর পেয়ে সেখানে দ্রুত আসে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে মাওবাদীদের পতাকা ও ব্য়ানার উদ্ধার হয় বলে খবর। তবে ঘটনার সময় ওই রুটে কোনও ট্রেন না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেখানে অন্য কোথাও বম্ব রাখা রয়েছে কি না তা খতিয়ে দেখতে মোতায়েন করা হয়েছে বম্ব ডিটেকশন টিম।
আরও খবর : উত্তরপ্রদেশে দুর্ঘটনায় ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মোদির
কিছু মাস আগে নিরাপত্তারক্ষীর গুলিতে মৃত্যু হয়েছিল মাওবাদীদের শীর্ষ নেতা বাসবরাজের। এই মৃত্যুর প্রতিবাদে ২৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ‘শহিদ দিবস’ পালন করা হচ্ছে মাওবাদীদের তরফে। এর জন্য ৩ আগস্ট অর্থাৎ রবিবার বিভিন্ন রাজ্যে বন্ধের ডাক দিয়েছিল মাওবাদীরা (Maoist)। সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, বাংলা ও অসম। সেই কারণে এই রাজ্যগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালেও এমন একটি হামলা চালিয়েছিল মাওবাদীরা। যার জেরে পশ্চিম মেদিনীপুরে লাইনচ্যুত হয়ে পড়েছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে। প্রাণ হারিয়েছিলেন ১৪১ জন যাত্রী। সেইরকমই আরও একটি হামলা চালানোর চেষ্টা করেছিল মাওবাদীরা। তবে ঘটনার সময় কোনও ট্রেন সেই রুটে না আসার কারণে কোনও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
দেখুন অন্য খবর :