ওয়েব ডেস্ক: ইতালির (Italy) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni) প্যালেস্টাইনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোন মারফত গাজা নিয়ন্ত্রণে ইজরায়েলের পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার তাঁর দফতর জানায়, সাম্প্রতিক ইজরায়েল সামরিক উত্তেজনা বাড়াচ্ছে এবং গাজার পরিস্থিতি ‘অন্যায্য ও অগ্রহণযোগ্য’।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুয়িদো ক্রোজেট্টো এক সাক্ষাৎকারে জানান, প্রয়োজনে ইজরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হতে পারে। তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজা নীতিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, এটি ‘আইন ও সভ্যতার মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন’।
ক্রোজেট্টো আরও বলেন, ইজরায়েলের আগ্রাসন আত্মরক্ষার সীমা ছাড়িয়ে গেছে এবং বেসামরিক হতাহতের মাত্রা উদ্বেগজনক। তবে তিনি প্যালেস্টাইনকে অবিলম্বে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেন এবং এটিকে ‘রাজনৈতিক প্ররোচনা’ বলে অভিহিত করেন। তাঁর মতে, কার্যকর রাষ্ট্র কাঠামো গড়ে তোলার পাশাপাশি হামাসের শাসনের অবসান জরুরি, তবে প্যালেস্টাইনের সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে।
দেখুন আরও খবর: