ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার (Farakka) ইমামনগর-নয়নসুখ (Imamnagar-Nayansukh) গ্রামের বাসিন্দা কাদের শেখ (৩০) জীবিকার তাগিদে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) রাজমিস্ত্রির কাজ করতেন। বহু বছরের পরিশ্রমে প্রায় পাঁচ লক্ষ টাকা উপার্জন করেছিলেন, কিন্তু সেই টাকা আটকে রেখেছিল স্থানীয় কন্ট্রাক্টর।
পরিবারের অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে কাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং পরে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয়। বর্তমানে অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালে ময়নাতদন্ত চলছে। এরপর দেহটি গ্রামের বাড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: বাতিল বেশ কয়েকটি ট্রেন, কারণ জানাল রেল
নিহতের স্ত্রী তাজলেমা বিবি এবং পাঁচ সন্তানকে নিয়ে ভেঙে পড়েছে পরিবার। বড় মেয়ের বয়স মাত্র ১৩, আর ছোট ছেলের বয়স মাত্র ৩ বছর। হঠাৎ এই হত্যাকাণ্ডে সংসার অনিশ্চয়তায় পড়ে গেছে।
ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং মৃতদেহ দ্রুত পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
দেখুন আরও খবর: