কলকাতা: চলতি বছরের পুজোতে হল কাঁপাতে আসছে ‘রক্তবীজ ২’ (Raktabeej 2)। রক্তবীজ ছবির মতো এই ছবিতেও মিমিকে দেখা যাবে পুলিশ অফিসার সংযুক্তা মিত্রের ভূমিকায়। অবশেষে ২৩ জুলাই মুক্তি পেল রক্তবীজ ২ ছবির অ্যানাউন্সমেন্ট টিজার। ইতিমধ্যেই ছবিটির টিজার দেখে দর্শকদের মধ্যে ছড়িয়েছে উন্মাদনা। রক্তবীজ ২ এর ঝলক প্রকাশ্যে আসতেই খুব অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ল মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) বিকিনি লুক। মিমির ছবিতে তোলপাড় স্যোশাল মিডিয়া। নায়িকার এত বছরের কেরিয়ারে কোনও ছবিতেই তাঁকে এই লুকসে দেখা যায়নি। একেবারে বলিউডি কায়দায় মিমি বিকিনি পরে দাঁড়িয়ে রয়েছেন সি-বিচের ধারে। নায়িকার এই লুকস থেকে চোখ সরানো বেশ মুশকিল।
পুজোতে হল কাঁপাতে আসছে মিমি-আবির অভিনীত ছবি রক্তবীজ ২। ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। মিমি এবারেও নিজের স্টান্ট নিজেই করেছেন। সংযুক্তার চরিত্রে নায়িকাকে এমনিতেই বিপুল ভালবাসা দিয়েছেন দর্শক। ফলে এই ছবি নিয়ে কৌতূহল এবার দ্বিগুন। পর্দায় দাপুটে পুলিশ কর্তার চরিত্রে অভিনেত্রী। সেখানে যে বিকিনি লুকে মিমিকে দেখা যাবে তা অনেকেই ভাবতে পারেননি। মিমির সমসাময়িক আর কোনও বাঙালি নায়িকাকে এই ধরনের বিকিনি লুকে আগে কখনও দেখা যায়নি। রক্তবীজের ঝলকে বিকিনি লুকে আগুন ঝরালেন মিমি। বুধবার সকালে স্যোশাল মিডিয়া জুড়ে যেন শুধু এই একটাই ছবি। মিমি চক্রবর্তী ছবিতে চুমু খেতে চান না, তিনি পরলেন বিকিনি। যেদিকে চোখ যাচ্ছে শুধুই সমুদ্র। দিগন্ত বিস্তৃত নীল জল। সমুদ্রের সঙ্গে মিশেছে ঘন নীল আকাশ। হাঁটু জলে দাঁড়িয়ে নীল বিকিনিতে অভিনেত্রী মিমি চক্রবর্তী। নোনতা ভিজে চুলে সমুদ্র থেকে উঠে আসছেন নায়িকা। পেটের নীচ থেকে উঁকি মারছে মিমির ট্যাটু। মিমির বিকিনি ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল। নেটপাড়ায় ঝড় তুলল নায়িকার এই সেনসেশন লুকস। মিমির এই ছবি দেখে কুপোকাৎ তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন, “আগুন।” কারও আবার মন্তব্য, “চোখ ফেরানো যাচ্ছে না।
আরও পড়ুন: আইনক্সে স্পেশ্যাল স্ক্রিনিং, উওম্যান টাইমসের আয়োজনে ‘গৃহপ্রবেশ’
অন্য খবর দেখুন