ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবসে এক প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল। তার প্রস্তুতির জন্য দৌড়ের প্রশিক্ষণ নিচ্ছিল এক নাবালক। কিন্তু সেই প্রশিক্ষণই কাল হয়ে উঠল তার জন্য। মৃত্যু (Death) হল ওই নাবালকের। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে (Uttarpradesh)।
জানা গিয়েছে, শুক্রবার, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে দৌড়ের প্রশিক্ষণ নিচ্ছিল উত্তরপ্রদেশের (Uttarpradesh) ভাগ্গাপুরওয়া গ্রামের বাসিন্দা হিমাংশু (১৫)। সেই জন্য বাহরাইচ জেলার (Bahraich district) নানপাড়ায় একটি কলেজে অনুশীলনের জন্য গিয়েছিল সে। স্থানীয় সূত্রে খবর, তৃতীয় হয়ে ১০০ মিটারের দৌড় সম্পন্ন করেছিল ওই নাবালক। কিন্তু এর পরেই মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে সে।
আরও খবর : ‘অপারেশন সিঁদুরে’র হিরোদের জন্য বড় ঘোষণা
এর পর তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, ওই নাবালকের মৃত্যু (Death) হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুরেশ বর্মা জানিয়েছেন, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই নাবালকের। ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণটি স্পষ্ট হবে বলে জানিয়েছিলেন তিনি। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলিতে খেলাধুলা বা শারীরিক অনুশীলনের সময় কিশোর-কিশোরীদের মধ্যে হৃদরোগের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
তবে এ নিয়ে মৃতের দাদা বলেছেন, তার ভাইয়ের কোনওরকম অসুস্থতা বা রোগ ছিল না। তিনি এই মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তিনি বলেছেন, চড়া রোদের মধ্যে এই প্রতিযোগিতার অনুশীলন রাখা হয়েছিল, সেই কারণেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। নানপাড়া থানার ইনচার্জ রমাজ্ঞা সিং বলেন, বিভিন্ন সূত্রের মাধ্যমে পুলিশ এই ঘটনার খবর পায়। তবে পরিবার বা অন্য কারোর তরফে কোনওধরণের অভিযোগ করা হয়নি। মৃতের বাবা রামকুমার বলেন, “সকালে যখন সে স্কুলে যায়, তখন সে বলেছিল যে সে শীঘ্রই ফিরে আসবে। তবে কে জানত আজই তার শেষ বিদায় হবে?”
দেখুন অন্য খবর :