ওয়েবডেস্ক- বড় জনসভা (Public Meeting) শুধু নয়, মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakrabroty) বুথে বুথে সভা করার নিদান দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই বৃহস্পতিবার উওর কলকাতার দুই বিধানসভার বুথ কমিটি সঙ্গে বৈঠক করলেন ।
সেখানে মিঠুন পরিস্কার বলেন, দলাদলি ছেড়ে কাজে নামুন ওমুক দাদা, তমুক দাদা চলবে না। আমাদের দাদা নরেন্দ্র মোদি। আমি নিচু স্তর থেকে সভা করব। আপনারা সহযোগিতা করুন। কেউ মারতে এলে ভয় পাবেন না। প্রতিরোধ করুন । পাল্টা দিন। সবাইকে এক হয়ে কাজ করতে বলছি । কোনও পুরনো নতুন নয়, আমরা সবাই বিজেপি। ২৬ আমরা সরকার গড়ব। বিকেলে তিনি দক্ষিণ কলকাতার (South Kolkata) দুই বিধানসভায় বুথ কমিটি এবং নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন- হুমায়ুন কবিরকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাসকদলকে কটাক্ষ করে মিঠুন বলেন, ওদের সব কিছুতেই সমালোচনা করার স্বভাব। কি নিয়ে সমালোচনা করবে, সব সময় তাঁর কারণ খুঁজতে থাকে। সাংবাদিকরা মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করেন, সাম্প্রতিক সময় বাংলা ভাষাকে নিয়ে তরজা হচ্ছে। এই বিষয় মিঠুন চক্রবর্তী বলেন, বাংলা ভাষা ‘বাংলা ভাষা’র জায়গাতেই থাকবে। বাংলা ভাষার (Bengali Language) উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamta Banerjee) একার অধিকার নেই, এই অধিকার সকলের।
মিঠুন সকলকে আশ্বস্ত করে বলেন, কোন ও বিষয় নিয়ে উদ্বেগের কিছু নেই। এবার লড়াই জোরদার হবে। আমি সব জায়গাতেই মিটিং করব, বলেও জানান তিনি।
দেখুন আরও খবর-