ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কৃতিত্বের তালিকায় যুক্ত হল আর একটি আন্তর্জাতিক স্বীকৃতি। ব্রাজিল সরকারের পক্ষ থেকে তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস’-এ ভূষিত করা হল। মঙ্গলবার এই সম্মান তুলে দেন ব্রাজিলের (Brazil) রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এই সম্মানপ্রাপ্তির মধ্য দিয়ে মোদির ঝুলিতে আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা দাঁড়াল ২৬-এ।
এই অসাধারণ স্বীকৃতিতে আপ্লুত মোদি জানান, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি ১৪০ কোটি ভারতবাসীর সম্মান। এই গর্বের মুহূর্তে আমি কৃতজ্ঞ ব্রাজিল সরকারের প্রতি, কৃতজ্ঞ ব্রাজিলের জনগণের প্রতি।” অন্যদিকে ব্রাজিল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করায় এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বৃদ্ধিতে মোদির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই বিশেষ সম্মান প্রদান করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন: হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি, কী বললেন বিচারপতি?
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৬ ও ৭ জুলাই ব্রাজিল সফরে যান প্রধানমন্ত্রী। রিও ডি জেনেরিও-র গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই তাঁকে দেওয়া হয় রাজকীয় অভ্যর্থনা। এটি মোদির চতুর্থ ব্রাজিল সফর। সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যরাও প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানান, তুলে ধরেন দেশের প্রতিনিধিত্বকারী নেতাকে ঘিরে তাঁদের আবেগ।
ব্রিকস সম্মেলনের পাশাপাশি ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদি। বৈঠকে বাণিজ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সূত্রের খবর, আগামী পাঁচ বছরে ভারত ও ব্রাজিলের মধ্যে ২০ বিলিয়ন ডলারের বাণিজ্য সম্ভাবনা নিয়ে একটি রূপরেখা তৈরি হয়েছে। উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ।
ব্রাজিল সফরের পর মোদির পরবর্তী গন্তব্য নামিবিয়া। সেখানেও থাকছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচি ও আলোচনার সম্ভাবনা। একের পর এক আন্তর্জাতিক সফরের মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান আরও দৃঢ় করে তুলছেন প্রধানমন্ত্রী।
A testament to the multifaceted 🇮🇳-🇧🇷 Strategic Partnership.
President @LulaOficial conferred on PM @narendramodi the ‘Grand Collar of the National Order of the Southern Cross’- 🇧🇷’s highest honour.
PM expressed his gratitude to the government & people of 🇧🇷 for this… pic.twitter.com/CjNE2qgnXd
— Randhir Jaiswal (@MEAIndia) July 8, 2025
দেখুন আরও খবর: