ওয়েব ডেস্ক : কে হবেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি? তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারল না ভারতীয় জনতা পার্টি। চলতি মাসের শেষে এই নাম ঘোষণা হওয়ার কথা থাকলেও, তা আর হয়ে ওঠেনি। এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-র মধ্যে চলা ক্রণবর্ধমান মতপার্থক্যকেই দায়ী করল রাজনৈতিক মহল।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং আরএসএস (RSS) প্রধান মোহন ভগবতের (Mohan Bhagwat) মধ্যে প্রবল মতানৈক্যের জেরেই এই দেরি। তবে আরএসএস চাইছে এমন একজনকে সভাপতি করা হোক, যিনি বিজেপিকে চালাবে আর এস এস ভাবধারায়। আরএসএস মনে করছে, ‘ইয়েস ম্যান’ দিয়ে দল চালানো চলবে না। সরকার চালাক মোদি, কিন্তু দল থাকবে আরএসএসের নিয়ন্ত্রণে — এমনটাই চায় তারা। সর্বভারতীয় সভাপতির জন্য বিজেপির তরফে যে নামগুলি প্রস্তাব করা হয়েছে, সঙ্ঘের তরফে সেই সব নাম বাতিল করে দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে সঙ্ঘ যাদের চাইছে তাদের তাদের চাইছে না গেরুয়া শিবির।
আরও খবর : বুধেই মহাকাশে পাড়ি দিতে চলেছে নিসার
এই সব দ্বন্দ্বের কারণে গত এক বছর ধরে বিজেপি সভাপতি পদে মেয়াদ বাড়িয়ে রয়ে গিয়েছেন জে পি নাড্ডা (J P Nadda)। অভিযোগ, প্রতি চার মাস অন্তর তার কার্যকালের মেয়াদ বাড়ানো হচ্ছে। অন্যদিকে মোহন ভগবতের সম্প্রতি মন্তব্য আবার নতুন বিতর্ক সৃষ্টি করেছে। তিনি বলেছিলেন, “৭৫ বছর হলে অবসর নেওয়া উচিত”। আরএসএস (RSS) প্রধানের এই মন্তব্যের আক্রমণে স্বয়ং প্রধানমন্ত্রী মোদি, তা মনে করছেন রাজনৈতিক মহল।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় জে পি নাড্ডা (J P Nadda) বলেছিলেন, “বিজেপি এখন আর কারও সাহায্যের প্রয়োজন বোধ করে না” — এই বক্তব্যে ক্ষুব্ধ হয় সঙ্ঘ। এই সব বিতর্ক ও দ্বন্দ্বের কারণেই বিজেপির নতুন সভাপতি নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, মোদি শিবিরের লক্ষ্য উপ-রাষ্ট্রপতি পদে সঙ্ঘ ঘনিষ্ঠ কাউকে বসিয়ে দলের সভাপতির পদে নিজের পছন্দের লোককে বসানো। তবে সেই চেষ্টা কতটা সফল হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে সে চেষ্টা সফল হবে কিনা তা ভবিষ্যৎ বলবে । তবে আপাতত দলের কেন্দ্রীয় সভাপতির নাম চলতি মাসে চূড়ান্ত হলো না।
দেখুন অন্য খবর :