কলকাতা: কলকাতা ফুটবল লিগে (CFL) প্রথম জয়ের মুখ দেখল সাদা-কালো ব্রিগেড। অন্যদিকে গ্রুপ এ নিয়ে দুটি সিদ্ধান্ত নিল আইএফএ। প্রথমত, ১৩ অগাস্ট মোহনবাগানের ঘরের মাঠে কলকাতা লিগে মেসারার্সের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল সবুজ-মেরুনের। কিন্তু ওই দিন ময়দানে মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ হচ্ছে না। দ্বিতীয়ত, কোনও শাস্তি হচ্ছে না সুরুচি সংঘের হেড কোচ রঞ্জন ভট্টাচার্যের। সাংবাদিক সম্মেলনে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।
১৩ অগাস্ট মোহনবাগানের ঘরের মাঠে কলকাতা লিগে মেসারার্সের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। কিন্ত ওইদিন ময়দানে ম্যাচ হচ্ছে না। আইএফএ-র তরফে জানানো হয়েছে, ম্যাচ সম্প্রচারের জন্য মোহনবাগানের মাঠে টাওয়ার বসানোর অনুমতি চেয়েছিল। সেই নিয়ে এখনও তাদের কাছে কোনও সম্মতি পৌঁছয়নি। সেই কারণে ১৩ অগাস্টের মোহনবাগান ও মেসারার্স ক্লাবের ম্যাচে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে স্থানান্তরিত করা হচ্ছে। গ্রুপ এ-তে প্রথম তিনে আছে পাঠচক্র, সুরুচি সংঘ ও ইস্টবেঙ্গল। লাল-হলুদের পয়েন্ট ৮ ম্যাচে ১৪। পঞ্চম স্থানে থাকা মোহনবাগানের পয়েন্ট ৬ ম্যাচে ১০।