কলকাতা: বিদায় ২০২৪। রাত পোহালেই নতুন বছর। ২০২৫-কে স্বাগত জানাতে বর্ষবরণের আনন্দে মাতোয়ারা ছোট থেকে বড় সবাই। কলকাতা সহ শহরতলী, জেলাজুড়ে মানুষের ঢল। পিকনিক থেকে শুরু করে ফ্যামিলি পার্কগুলিতে কচি কাঁচাদের ভিড়। এদিকে সাধারণ মানুষের এই আনন্দে যেন ভাটা না পড়ে তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে কলকাতা পুলিশ।
গোটা শহরজুড়ে সাড়ে ৪ হাজারে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতি বছরই পুলিশে নজরদারি চলে। তবে এবার অতি সক্রিয় কলকাতা পুলিশ। যেখানে যেখানে ভিড় বেশি হবে, যেমন পার্ক, হোটেল, রেস্তোরাঁ, পাবগুলিতে বাড়তি নজরদারি চলবে। কলকাতা পুলিশের আধিকারিক সহ সমস্ত এজেন্সি থেকে নিয়ে সমস্ত আধিকারিকদের নিয়ে একটি স্পেশাল অপরাধ দমন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
কড়া নিরাপত্তার ঘেরাটোপে গোটা শহর। শহরের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে পুলিশ আধিকারিকরা। সেইসঙ্গে রাখা হয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা।
আরও পড়ুন: মালেগাঁও মামলায় সাময়িক স্বস্তিতে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর
৫০টি পয়েন্টে স্পেশাল নাকাচেকিং চলবে। অ্যাডিশনাল এসপি, জয়েন্ট সিপি, ডিসি, এসি পদমর্যাদার পুলিশ আধিকারিকেরা থাকবেন।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুদিন আগেই একটি সাংবাদিক বৈঠক করে সেই বিস্তারিত তথ্য দেন। প্রতি বছর বর্ষবরণকে কেন্দ্র করেই মানুষ আনন্দে মেতে ওঠে। ২৫ শে ডিসেম্বরে আবহ কাটতে না কাটতেই বর্ষবরণ। তাই বিপুল জনসমাগম হয় পার্ক স্ট্রিটে। মধ্যরাত পর্যন্ত পার্ক স্ট্রিট চত্বর। তাই এই এলাকার উপর বেশি নজর দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মনোজ। এই এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। অপরাধদমন শাখার দলও থাকবে নিরাপত্তার দায়িত্বে।
গোটা পার্ক স্ট্রিট এলাকাকে চার থেকে ছ’টি জ়োনে ভাগ করা হয়েছে। দু’জন যুগ্ম কমিশনারের নেতৃত্বে পুলিশবাহিনী সামলাবে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন রাস্তাগুলির নিরাপত্তা। সেই দলে থাকছেন ১২ জন ডেপুটি কমিশনার, ২৩ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ৭০ জন ইনস্পেক্টর। তৈরি হয়েছে ১১ টি ওয়াচ টাওয়ার। ১০টি পুলিশ সহায়তা কেন্দ্র গড়া হয়েছে। থাকবে কুইক রেসপন্স টিম।
দেখুন খবর-