Thursday, August 14, 2025
HomeScrollহাসপাতাল থেকে ছাড়া পেলেন অভয়ার মা
Mother of RG Kar Victim

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভয়ার মা

আপাতত শারীরিক পরিস্থিতি স্থিতিশীল,কপালের ফোলা ভাব কমেছে, জানাল হাসপাতাল

Follow Us :

কলকাতা: রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভয়ার মা (Mother of RG Kar Victim)। এদিন দুপুরে অ্যাম্বুল্যান্সে করে বাড়ির পথে রওনা দিলেন তিনি। সঙ্গে ছিলেন নির্যাতিতার বাবা এবং পরিবারের অন্য সদস্যেরা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। কপালের ফোলা ভাব কমেছে। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাঁকে। তবে নির্যাতিতার মাকে পরে স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলা হয়েছে। নির্যাতিতার বাবা জানিয়েছিলেন, রবিবার দুপুরেই হাসপাতাল থেকে ছাড়িয়ে স্ত্রীকে বাড়ি নিয়ে যাবেন। তিনি বলেন, ‘‘ডাক্তারেরা জানিয়ে দিয়েছেন, রোগীবিপন্মুক্ত। সেই জন্য আমরা বলেছি, হাসপাতালে থাকা তো অসুবিধার, আমরা আর হাসপাতালে থাকব না। আমাদের সঙ্গে ডাক্তারেরা তো সব সময়ই যোগাযোগ রাখছেন। চিকিৎসার কোনও অসুবিধা হবে না।

শনিবার আরজি কর কাণ্ডের এক বছরের মাথায় বিচার চেয়ে পথে নেমেছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। নবান্ন অভিযানে (Nabanna Abhiyan) বিজেপি নেতা এবং কর্মীদের সঙ্গে পুলিশ নির্যাতিতার মায়ের গায়েও হাত তোলে বলে অভিযোগ। মহিলা জানান, তাঁর কপাল এবং পিঠে আঘাত লেগেছে। ধাক্কাধাক্কি করেছে নির্যাতিতার বাবাকেও। শনিবার দুপুরেই নিহত চিকিৎসকের মাকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি হাসপাতালে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ ওই মহিলাকে মারধর করেছে। যদিও অভয়া মঞ্চের দাবি অন্য। শুভেন্দু অধিকারীদের জন্যই আরজি করের নির্যাতিতার মায়ের কপালে চোট লেগেছে বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। চিকিৎসকদের প্রতিবাদ মঞ্চের তরফ থেকে বলা হয়, গত এক বছরে একাধিকবার নির্যাতিতার বাবা-মা’কে সঙ্গে নিয়ে তাঁরা মিছিল করেছেন। কিন্তু কখনও এরকম পরিস্থিতি তৈরি হয়নি। অথচ শনিবার নবান্ন অভিযানে আহত হলেন নির্যাতিতার মা।

আরও পড়ুন: মমতাকে অশালীন ভাষায় আক্রমণ শ্রীলেখা মিত্রের

 দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular