ওয়েব ডেস্ক: ৪৪ ছুঁই ছুঁই ধোনির নতুন হেয়ারস্টাইল (MS Dhoni New Hairstyle) দেখলেই প্রেমে পড়বেন তরুণীরা। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) মানেই বাহারি হেয়ারস্টাইল। প্রথম যখন খেলতে এসেছিলেন, তখন ছিল বড় চুল। তাঁর চুলের বাহার দেখে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ পর্যন্ত তাঁর ভক্ত হয়ে গিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নানা ধরনের চুলের ছাঁট দেখা গিয়েছে তাঁর। নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিল তাঁর নতুন হেয়ারস্টাইল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহি। সোশাল মিডিয়া থেকেও বহুদূরে থাকেন। কিন্তু বুধবার নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিল তাঁর নতুন হেয়ারস্টাইল।হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, নতুন চুলের ছাঁটে মাহির বয়স যেন একধাক্কায় কমে গিয়েছে ১০ বছর। ৪৪ বছর বয়সি ধোনির নতুন লুক দেখেই জোর চর্চ নেটদুনিয়ায়। চোখে কালো চশমা, ছাঁটা চুল আর হালকা দাড়ি, এই মহেন্দ্র সিং ধোনিকে চেনা মুস্কিল। ধোনির নতুন হেয়ারস্টাইল দেখে মুগ্ধ হয়ে স্ত্রী সাক্ষীর প্রতিক্রিয়া, “তোমাকে তো অনেক কমবয়সি লাগছে।” মাহি ভক্তদেরও প্রশ্ন, তারকা ক্রিকেটারের বয়স যে ৪৪, এই নতুন হেয়ারস্টাইল দেখে তা বোঝারই উপায় নেই।
আরও পড়ুন:নতুন ফটোশুটে ভক্তদের ঝড় তুললেন মনামী
অন্য খবর দেখুন