Sunday, August 3, 2025
HomeScrollরাম মন্দিরে যেতে মুম্বই থেকে হাঁটছেন মুসলিম তরুণী শবনম

রাম মন্দিরে যেতে মুম্বই থেকে হাঁটছেন মুসলিম তরুণী শবনম

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তার আগেই সেখানে পৌঁছতে চান শবনম

Follow Us :

মুম্বই: রাম (Ram) ভক্তির টানে মুসলিম (Muslim) তরুণী হেঁটে মুম্বই (Mumbai) থেকে অযোধ্যা (Ayodhya) যাচ্ছেন। শুনে চমক লাগলেও এটাই সত্যি। সম্প্রীতির এক অনন্য ছবি ধরা পড়েছে যে ঘটনায়। তাতে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শোরগোল পড়েছে।  সেই তরুণী শবনম বলেন, রাম পুজো করতে হিন্দু হওয়ার প্রয়োজন নেই। ভালো মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে দত্তপুকুরের মহম্মদ জামালউদ্দিনের রাম মূর্তি অযোধ্যায় স্থান পেতে চলেছে। কট্টরপন্থীদের চোখ রাঙানিকে উপেক্ষা করে এবার অযোধ্যার উদ্দেশ্যে শবনম হেঁটে চলেছেন।

শবনম প্রতিদিন ২৫ থেকে ৩০ কিলোমিটার পথ হাঁটছেন। তিনি এখন পৌঁছে গিয়েছেন মধ্যপ্রদেশের সিন্ধভা। শবনমের সঙ্গে রয়েছেন রমন রাজ শর্মা ও বিনীত পান্ডে। শবনমের কথায়, রাম ভক্তি কোনও ধর্ম বা অঞ্চলের মধ্যে সীমাব্ধ নয়। তা সব সীমানা অতিক্রম করে সমগ্র বিশ্বে ছড়িয়েছে। শবনমের মাথায় হিজাব, খালি পা আর তাঁর সঙ্গে রয়েছে গেরুয়া পতাকা। শবনম দ্রুত অযোধ্যায় পৌঁছতে চান। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগেই সেখানে পৌঁছতে চান শবনম।

আরও পড়ুন: বিশ্বের জনসংখ্যা এবছর সাড়ে সাত কোটি বাড়ল, দাবি রিপোর্টে

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39