কলকাতা: আরজিকর কাণ্ডে নবান্ন অভিযান ঘিরে উত্তাল পরিস্থিতি। রাজপথে রণ উত্তাপ। পার্ক স্ট্রিট , হাওড়া ময়দান তুলকালাম। সব জায়গায় আমাদের আটকানো হয়েছে, আমার শাঁখা ভেঙে দিয়েছে। আমাকে কপালে মেরেছে। পুলিশের বিরুদ্ধে সরব আরজিকরের নির্যাতিতার বাবা মা।
“আমরা নিরস্ত্র। বাড়ি থেকে বেরনোর পর থেকেই আমাদের আটকে দেওয়া হচ্ছিল। তারপরও এগিয়ে যাওয়ার পর গায়ে হাত তুলেছে পুলিশ। আমার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে,” ‘মমতার’ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আরজি করের নিহত চিকিৎসকের বাবা-মায়ের। জানা যাচ্ছে, পুলিশের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপাল ফুলে গিয়েছে। যদিও বাধা বিপত্তি উপেক্ষা করেই এগোচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: উত্তাল পরিস্থিতি, কড়া পুলিশি নিরাপত্তা নবান্ন চত্বরে
আরজিকর কাণ্ডের ১ বছর। এখনও অধরা বিচার। এরইমধ্যে পার্কস্ট্রিটে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। এই অভিযানে সামিল হয়েছেন নিহত তামান্নার মা। রয়েছেন কামদুনির প্রতিবাদীরা। পুলিশ আন্দোলনকারীদের বচসায় তুলকালাম পরিস্থিতি। অবস্থান বিক্ষোভের মধ্যেই ফের ব্যারিকেড ভাঙার চেষ্ঠা।
দেখুন খবর: