তুফানগঞ্জ: এক নাবালকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। নেশা মুক্তি কেন্দ্রের (Nesha Mukti Kendra) দায়িত্বে থাকা কর্মীদের অত্যাচারেই মৃত্যু হয়েছে ওই নাবালকের, দাবি তার পরিবারের। ওই নাবালকের বাড়ি তুফানগঞ্জ (Tufanganj) মহকুমার নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ি এলাকায়। নেশা ছাড়াতে সম্প্রতি তাকে অন্দরানফুলবাড়ী-১ গ্রাম পঞ্চায়েত বটতলা এলাকায় নেশা মুক্তি কেন্দ্রে দেওয়া হয়েছিল।
নাবালকের পরিবারের অভিযোগ, সেখানে দায়িত্বে থাকা কর্মীরা তার উপর শারীরিক অত্যাচার চালাত। সে কারণেই ওই নাবালকের মৃত্যু হয়েছে। আরও অভিযোগ, শুক্রবার ওই নাবালককে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় নেশা মুক্তি কেন্দ্রের কর্মীরা। ঘটনায় পরিবারের তরফে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে তুফানগঞ্জ থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: আলিপুরদুয়ারে সমিতিতে সিবিআই তদন্ত
নাবালক মৃত্যুর এই ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে তুফানগঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের লিচুতলা মোড় রাজ্য সড়ক অবরোধ করে অ্যাম্বুলেন্সে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। প্রায় ঘন্টা খানেক অবরোধ চলার পর পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
আরও খবর দেখুন