কলকাতা: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফেলুদাকে ছাড়াই এবার রহস্য সমাধানে তোপসে ? নাকি অন্য কিছু ? অনীক দত্ত নিয়ে আসছেন নতুন বাংলা ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ (Joto Kando Kolkatatei)। ‘যত কাণ্ড কলকাতাতেই’ চলতি বছর পুজোতে আসবে বড় পর্দায়। তার আগেই প্রকাশ পেল এই ছবির প্রথম ঝলক। অনীক দত্তের (Anik Dutta) ছবি ‘যত কান্ড কলকাতাতেই’-এর প্রথম ঝলক সামনে আসতেই সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। টিজারে ধরা দিল কলকাতা, রহস্য, আর এক হেঁয়ালিময় যাত্রার ইঙ্গিত।
এই ছবিতে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee) দেখা যাবে তোপসে চরিত্রে ৷ ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এবং অনীক দত্ত পরিচালিত ছবির টিজার জায়গা করে নিয়েছে দর্শক মনে ৷ নস্টালজিয়া, হেয়ালি, এবং রহস্যে ঘেরা ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ চলতি বছর পুজোতে আসবে বড় পর্দায়। এই ছবিতে তোপসে কেবল অ্যাসিস্ট্যান্ট নন বরং নিজেই একজন গোয়েন্দা। নস্টালজিয়া, হেয়ালি, এবং রহস্যে ঘেরা ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ চলতি বছর পুজোতে আসবে বড় পর্দায়। প্রকাশ্যে এল ছবির টিজার। টিজারে যেন ধরা দিল কলকাতা, রহস্য, আর এক হেঁয়ালিময় যাত্রার ইঙ্গিত— যেখানে অতীত আর বর্তমান মিশে যাচ্ছে একই গল্পের বুনটে। যেখানে অতীত আর বর্তমান মিশে যাচ্ছে একই গল্পের বুনটে।
আরও পড়ুন: “ময়দান ছেড়ে ভীতু, অসৎ,মিথ্যেবাদীরা,পালিয়ে যায়”, বিস্ফোরক জীতু
অভিনয়ে আবির চট্টোপাধ্যায়, যাঁর অভিব্যক্তিতেই যেন ধরা পড়েছে সেই আত্মবিশ্বাস, বুদ্ধি আর মানবিকতার মিশেল। গল্পের শুরু বাংলাদেশের এক তরুণীর কলকাতায় আগমন দিয়ে। বাংলাদেশ থেকে একটি মেয়ে নিজের পরিবারকে খুঁজতে কলকাতায় আসে । কিন্তু পরিবারকে খুঁজে পাওয়ার জন্য একটিমাত্র সূত্র তার হাতে থাকে যেটি একটি হেঁয়ালি। হেঁয়ালির সমাধানের জন্য সে সাহায্য নেয় তোপসে নামক চরিত্রের। আর এই জুটি রওনা দেয় উত্তর খোঁজার পথে— কলকাতা থেকে দার্জিলিং, কার্শিয়ং হয়ে আরও বহু মোড় ঘুরে, যাত্রা এগিয়ে চলে আবেগ, ইতিহাস আর রহস্যের জটিল স্তর পেরিয়ে।
অন্য খবর দেখুন