কলকাতা: পর্দায় তিনি কখনও ‘মা’, আবার কখনও ‘শাশুড়ি’। কিন্তু রিয়েল লাইফে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন নন্দিনী চট্টোপাধ্যায়। তিনি পর্দায় থাকা মানেই ‘জাঁদরেল শাশুড়ি’। মূলত খলনায়িকার ভূমিকায় বেশি দেখা যায় তাঁকে। কিছুদিন আগে পুজোর সময় তাঁকে শাড়িতে দেখা গিয়েছিল। এবার সমুদ্রে জলকেলি করতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই ছবিই রীতিমতো আগুন ধরিয়েছে নেটপাড়ায়।
বয়সের চোখরাঙানিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নন্দিনী শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। তারিফ করেছেন একটা বড় অংশ। যদিও নিন্দিতও হয়েছেন তিনি। বয়স নিয়ে খোঁটাও যে আসেনি এমনটা কিন্তু নয়।
আরও পড়ুন: ক্রিকেটারদের নিয়ে ‘আতঙ্ক’ করণের!
ধারবাহিকের ব্যস্ত সিডিউল থেকে এই মুহূর্তে সময় বের করে তিনি গেছেন একটু ছুটি কাটাতে। সেখানে বিকিনি পরে উপভোগ করছেন একা সময়। বিকিনি পরা বেশ কিছু ছবি তিনি তার অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন। তবে এইসব কোন কিছুকে পাত্তা দিতে নারাজ তিনি। চুটিয়ে উপভোগ করছেন ছুটি।
অন্য খবর দেখুন: