কলকাতা: আগামী সপ্তাহে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi Kolkata Visit)। নতুন তিনটি মেট্রো রুটের উদ্বোধন প্রধানমন্ত্রী। ২২ অগাস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকেই নতুন তিন মেট্রো (Kolkata Metro) রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত রুটের উদ্বোধন করবেন। অতীত ঘটনার জেরে বিতর্ক এড়াতে ২২ অগাস্টের অনুষ্ঠানের জন্য আগে ভাগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnav)। মেট্রোর উদ্বোধনের প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, বাংলার মানুষের প্রতি মোদির যে প্রতিশ্রুতি, তা তিনি পূরণ করছেন। কিন্তু রাজ্য সরকারের কেন্দ্রীয় বিরোধিতার কারণে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছে।
সূত্রের খবর, নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Travel Metro )। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত রুটের উদ্বোধন করবেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন। সেখান থেকে মেট্রো পরিষেবার (Metro Service) উদ্বোধন করবেন। এরপর মেট্রো চড়ে যশোর রোড থেকে বিমানবন্দর স্টেশন যাবেন। আবার জয় হিন্দ থেকে মেট্রো চড়ে যশোর রোড স্টেশনে ফিরবেন। এর আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করেন প্রধানমন্ত্রী। এই তিনটি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে। সুতরাং বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
আরও পড়ুন: এবিভিপির পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান আজ
রবিবার সাংবাদিক বৈঠক করে শমীক বলেন, আগামী ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরের কথা রয়েছে। তিনি যশোর রোডে মেট্রো রেলের ফ্ল্যাগ অফ করবেন এবং দমদমে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দেবেন। তিনি আরও বলেন, “রাজ্য সরকারের জমি না দেওয়ার কারণে এ রাজ্যে ৪৩টি রেল প্রকল্প আটকে আছে। সেক্টর ফাইভের সঙ্গে কলকাতার সংযোগ শুধু চিংড়িঘাটার জন্য বন্ধ হয়ে রয়েছে। আমার সঙ্গে স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী সুজিত বসুর কথা হয়েছে। রাস্তার এপার পর্যন্ত যা হয়েছে, সেটা তাঁর দায়িত্ব। ওখানে কোনও সমস্যা নেই।
অন্য খবর দেখুন