ভুবনেশ্বর: ভারতের ইতিহাসে বিধানসভা নির্বাচনে (Assembly Election) টানা জয়ে রেকর্ডের মুখে দাঁড়িয়েছিলেন নবীন পট্টনায়েক (Nabin Patnaik)। আরেকটি মেয়াদে ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হিসেবে একটানা সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকার যুগ্ম রেকর্ড করতেন তিনি। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিঙের (Pawan Chamling) পাঁচবার টানা ক্ষমতায় থাকার রেকর্ড রয়েছে। কিন্তু তা হল না। বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হয়েছে ওড়িশার বিদায়ী মুখ্যমন্ত্রী নবীনের দল বিজু জনতা দল। রায় স্বীকার করে নিয়ে বুধবার সকালে রাজ্যপাল রঘুবর দাসের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এলেন চতুর্থবারের টানা মুখ্যমন্ত্রী নবীন।
ওড়িশায় ১৪৭ আসনের বিধানসভায় ৭৮টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। বিজেডি সেখানে পেয়েছে ৫১টি আসন। কংগ্রেস পেয়েছে ১৪টি আসন। অন্যরা পেয়েছে ৪টি আসন। বিরোধীদের সবাইকে নিয়েও সরকার গড়তে পারবেন না নবীন। তাই হার মেনে পদত্যাগপত্র জমা দিলেন তিনি। ওড়িশায় লোকসভা আসনেও ২১টির মধ্যে একটিতেও জেতেনি বিজেডি।
আরও পড়ুন: নন্দীগ্রামে ফের জয় বিজেপির, তৃণমূলকে খোঁচা শুভেন্দুর
কোন সমীকরণে একদা এনডিএর জোট সঙ্গী বিজু জনতা দলের এই নির্বাচনী বিপর্যয় হল তা নিয়ে ওড়িশায় চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ রাজনৈতিক মহলের মতে, নবীন পট্টনায়েকের আমলে ওড়িশায় প্রভূত উন্নয়ন হয়েছে। একইসঙ্গে ৭৭ বছরের নবীন পট্টনায়েকের রাজনৈতিক ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এমনিতেই তিনি অসুস্থ। তাঁর উত্তরসূরি খোঁজা নিয়ে চর্চা তুঙ্গে ছিল। এখন দেখার পরবর্তী ক্ষেত্রে তিনি কী সিদ্ধান্ত নেন।
আরও খবর দেখুন