কলকাতা: তপসিয়ার পর এবার আলিপুর। নিউ আলিপুর বস্তিতে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলছে একাধিক ঝুপড়ি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। দূর থেকে দেখা মিলছে মিলছে লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ছেয়েছে চারিদিক।
দুর্গাপুরে ব্রিজ সংলগ্ন একের পর এক ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলের কাছেই রয়েছে হাসপাতাল।যে কারণে আতঙ্ক ক্রমশ বাড়ছে। ইতিপূর্বে শুক্রবার তপসিয়ার ঝুপড়িতে আগুন লেগেছিল। তার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ফের আগুন শহরে।
ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। শীতের রাতে আগুনের জেরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। একের পর এক ঝুপড়িতে আগুন লাগায় নাজেহাল দমকলকর্মীরাও। বড় ক্ষতি এড়াতে সবরকম চেষ্টা চালিয়ে চলেছেন দমকলকর্মীরা।
ঘটনাস্থলের কাছেই রয়েছে একাধিক ফ্ল্যাট, সেনা ক্যাম্প। আপাতত, বাসিন্দাদের সেখানে সরিয়ে নিয়ে যাওয়া চলছে। স্থানীয় বাসিন্দাদের দিশেহারা অবস্থা। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব সেটা কিছুতেই তাঁরা বুঝতে পারছেন না।