কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে তৈরি হয়েছিল অভয়া মঞ্চ। গত একবছরে বারবার এই মঞ্চকে আরজি-কাণ্ডে সুবিচারের দাবিতে সরব হতে দেখা গিয়েছে৷ ৮ আগস্ট শ্যামবাজারে রাত দখলের মঞ্চ থেকে অভয়ার বাবা অভিযোগ করেছিলেন, সিপিএমের হয়ে কাজ করছে অভয়া মঞ্চ। বৃহস্পতিবার মৌলালির যুব কেন্দ্রে মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টক্স ফোরামের উদ্যোগে একটি গণ কনভেনশন হয়েছে। সেখানেই আত্মপ্রকাশ করে ‘ভয়েস অফ অভয়া: ভয়েস অফ উওমেন’।
অভয়ার বাবা অভিযোগ করেন, অভয়া মঞ্চ সিপিএমের হয়ে রাজনীতি করছে। এদিন অরাজনৈতিক নবান্ন অভিযানে অংশ নিতে গিয়ে আহত হন নির্যাতিতার মা। তিনি বলেন, “নবান্ন অভিযান ডাকার পরে আমরা সব রাজনৈতিক দলের অফিসে গিয়েছিলাম। সেখানে সিপিএম আমাদের স্পষ্ট করে বলেছে, ‘মঞ্চ এবং চিকিৎসকদের আন্দোলন, সেটা আমরা পরিচালনা করি’।
আরও পড়ুন: রাত দখলের কর্মসূচি থেকে হিন্দোল মজুমদারের নিঃশর্ত মুক্তির দাবি
জানা যাচ্ছে, এদিন মৌলালির যুব কেন্দ্রে মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টক্স ফোরামের উদ্যোগে একটি গণ কনভেনশন হয়েছে। সেখানেই আত্মপ্রকাশ করে ‘ভয়েস অফ অভয়া: ভয়েস অফ উওমেন’। ১৪ আগস্ট, ফের রাত দখল কর্মসূচির মাঝেই আত্মপ্রকাশ করল নতুন প্রতিবাদী মঞ্চ ‘ভয়েস অফ অভয়া’। সংগঠনের তরফে বলা হয়েছে, নাগরিক সমাজকে নিয়ে ন্যায়বিচারের জন্যই এই মঞ্চ।
অন্য খবর দেখুন