বীরভূম: চিকিৎসার গাফিলতিতে (Medical Negligence) ফের সরকারি হাসপাতালে (Government Hospital) সদ্যজাত শিশুর (New Born Baby Death) মৃত্যু। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে (Bolpur Sub Divisional Hospital)। বুধবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনেরা। ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিনিকেতন থানার পুলিশ (Shantiniketan Police Station)।
সূত্রের খবর, বীরভূমের ইলামবাজার ব্লকের নানাশোল অঞ্চলের চুনপলাশীর বাসিন্দা রহমা খাতুন সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে (Bolpur Sub Divisional Hospital) ভর্তি হন। মঙ্গলবার বিকেলে তাঁর যন্ত্রণা বাড়ে। অভিযোগ, সেই সময় হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না। কর্তব্যরত নার্সদের প্রসূতি মহিলার কথা জানালে তারা দুর্ব্যবহার করে। তারা মহিলার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এমনকি মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত কোনও চিকিৎসা পায়নি ওই রোগী। বুধবার ভোররাতে গর্ভবতী মহিলার সিজার করলে সদ্যজাত শিশুর মৃত্যু হয়।
আরও পড়ুন: আড়ষায় বন্ধ ঘিরে ব্যাপক উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের
সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতি অভিযোগে বুধবার সকাল থেকে রোগীর পরিজনরা বিক্ষোভ দেখায়। উত্তেজনা পৌঁছয় চরমে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন পুলিশ।
দেখুন অন্য খবর