ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরেছেন শুভাংশু শুক্লা। তার সপ্তাহ তিনেকের মাথায় মহাকাশে পাঠানো হচ্ছে কৃত্রিম উপগ্রহ ‘নিসার’ (NISAR) । তবে এবার ভারত ও আমেরিকার যৌথ উদ্যোগে মহাকাশে পাড়ি দিতে চলেছে নিসার। বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে নিসার কক্ষপথের উদ্দেশে রওনা দেবে। এই উপগ্রহের লক্ষ্য হল, ভূপৃষ্ঠের মাটি, তুষার এবং বাস্তুতন্ত্রের পর্যবেক্ষণ, পরীক্ষা ও রিপোর্ট সংগ্রহ।
বুধবার বিকেলে ফের মহাকাশে ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে ভারত। বুধবার বিকেল ৫টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে ভারত ও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি এই কৃত্রিম উপগ্রহ। নিসার নামটি হয়েছে নাসা এবং ইসরো নামের সংযোজনে। এটির পুরো নাম নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট। জিএসএলভি-এমকে২ রকেটের মাধ্যমে মহাকাশে ছুড়ে দেওয়া হবে এই উপগ্রহকে। প্রায় ২,৮০০ কেজি ওজনের এই উপগ্রহকে ৭৪৭ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে। সেখান থেকেই পৃথিবীর ছবি তুলে পাঠাবে নিসার।
আরও পড়ুন : প্যান কার্ড নিয়ে প্রতারণার নতুন ফাঁদ! নিজেকে বাঁচান এই উপায়ে
ইসরো জানিয়েছে, নিসার উপগ্রহের কাজ হবে, ভূমি ও তুষারের ক্ষয় সম্পর্কে গবেষণা, জমির বাস্তুতন্ত্র এবং আমেরিকা ও ভারতের মিলিত স্বার্থ রয়েছে এমন মহাসাগরীয় এলাকার পরীক্ষানিরীক্ষা করা। এছাড়াও এই উপগ্রহ বনাঞ্চলের মরশুমি পরিবর্তন, পর্বতের চ্যুতি, হিমালয় ও আন্টার্কটিকায় হিমবাহের গতিপ্রকৃতি, উত্তর ও দক্ষিণ মেরু সম্পর্কে খবরাখবর ও ছবি পাঠাবে।
দেখুন খবর