ওয়েবডেস্ক- ফের সেই ওড়িশা (Odisha)। ক্রমশই ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে এই রাজ্যে। ফের ময়ুরভঞ্জ (Mayurbhanj) জেলায় এক কিশোরীকে তুলে গিয়ে গণধর্ষণের চেষ্টা (Attempted Gang Rape) করা হয় বলে অভিযোগ। কোনও রকমে এই পরিস্থিতি থেকে পালিয়ে আসে ওই কিশোরী।
বাড়িতে এসে বিষয়টি পরিবারকে জানানোর পর ওই পুলিশের কাছে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়। কিশোরীর বয়ানও রেকর্ড করেছে পুলিশ। এর পরেই অভিযুক্তদের ধরতে একটি দল গঠন করেছে পুলিশ। এদের মধ্যে মূল অভিযুক্তকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে ৪ অগাস্ট।
দুদিন আগেই অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার পিছনের পুলিশি তদন্তে উঠে আসে বেশ কিছু তথ্য। জানা গেছে, মূল অভিযুক্ত ওই কিশোরীর পূর্ব পরিচিত। ৪ অগস্ট বাড়ি থেকে বেরিয়ে টিউশনে যাচ্ছিল কিশোরী। ওই পরিচিত যুবক কিশোরীর পথ আটকায়। তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় অভিযুক্ত। কিন্তু কিশোরী ঘুরতে যেতে রাজি না হওয়ায়, তাঁকে জোর করে তুলে নিয়ে যান পাশেরই একটি পাহাড়ি জঙ্গলে। সেখানে আগে থেকেই যুবকের তিন বন্ধু ছিল। সকলে মিলে গণধর্ষণের চেষ্টা করে। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের ধরতে এই দল গঠন করেছে পুলিশ।
ওড়িশায় পর পর ধর্ষণের ঘটনায় আতঙ্ক বাড়ছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলার অবনতির দিকে আঙুল তুলেছে প্রাক্তন বিজেডি সরকার। গত ১৭ দিনে সাতটি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। জুনের মাঝামাঝি থেকে, রাজ্য জুড়ে ধর্ষণ এবং গণধর্ষণের বেশ কয়েকটি ঘটনা রিপোর্ট করা হয়েছে। ২৮ জুন গঞ্জাম জেলায় এক সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ। গ্রেফতার ২২ বছর বয়সী অভিযুক্ত। ২৫ জুন গঞ্জাম জেলায় এক ক্লিনিক ১৭ বছর বয়সী এক কিশোরীকের ধর্ষণ করে বলে অভিযোগ। আরেকটি পৃথক ঘটনায়, ময়ূরভঞ্জ জেলার স্থানীয় মন্দির থেকে বাড়ি ফেরার সময় পাশবিক অত্যাচারের শিকার হন এক তরুণী। ১৯ জুন ময়ুরভঞ্জ জেলায় ৩১ বছর বয়সী এক মহিলাকে চারজন মিলে ধর্ষণ করে।
আরও পড়ুন- নবম দিনে ‘অপারেশন অখল’, সংঘর্ষে শহিদ দুই জওয়ান
কেওনঝার জেলায় তার বাড়ির কাছে একটি ধানক্ষেতে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ১৭ বছর বয়সী এক কিশোরীর মৃতদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, আগের সন্ধ্যায় সে নিখোঁজ ছিল। পুলিশ নিশ্চিত করেছে যে, দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে তাকে যৌন নির্যাতন করা হয়েছিল, পুলিশ কিছু জানায়নি। ১৫ জুন, গোপালপুর সমুদ্র সৈকতে একজন কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে, গ্রেফতার করা হয়েছে ১০ জনকে।
দেখুন আরও খবর-