বীরভূম: বাংলার পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। এ ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে, পরিযায়ী শ্রমিক আক্রান্ত নিয়ে সরব নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। তিনি বলেন, বাঙালিদের উপর যদি অত্যাচার, অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধু বাঙালির প্রশ্ন নয়, গোটা ভারতের বিষয়।
নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, বাংলা ভাষা আক্রান্ত। এ ধরনের হওয়া উচিত নয়। বাংলা ভাষার মূল্য দিতে হবে। অবহেলিত করা উচিত নয়। বৃহস্পতিবার শান্তিনিকেতনের প্রতিচি বাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদ জানান, বাঙালিদের উপর যদি অত্যাচার হয়, অবহেলা হয়, যথেষ্ট আপত্তির কারণ থাকবে। অবহেলিত হলে তা নিশ্চয়ই বন্ধ করতে হবে। যাঁরা ভারতীয়, তাঁদের পুরো ভারতবর্ষের উপর অধিকার আছে। বললেন, একটা ভাষার যে মূল্য পাওয়া উচিত, সে মূল্য পায় না। তার উপর বড় অবহেলা হলে, সেটা নিশ্চয়ই বন্ধ করতে হবে।
আরও পড়ুন: ফের কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিস
তিনি আরও বলেন, সব মানুষকে সম্মান দেওয়ার উচিত। বিশেষত স্বদেশী মানুষের যে অধিকার আছে, তাঁদের মূল্য স্বীকার করতেই হবে। বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল সেই ভাষার মূল্য স্বীকার করতেই হবে। তাঁর মাধ্যমে নানা কাব্য লেখা হল। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম-সহ মনীষীদের সৃষ্টিকর্ম – এগুলোর মূল্য দিতেই হবে।
দেখুন ভিডিও