ওয়েব ডেস্ক: আগামী ১৫ অগাষ্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে এই দিনেই দু’শো বছরের ইংরেজ রাজত্বের অবসান ঘটেছিল। ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার আন্দোলনে। আজও সেইদিন সকলের কাছে স্মরণীয়। তবে আর কোন কোন দেশ ভারতের মত একই দিনে স্বাধীনতা দিবস পালন করে, দেখে নেওয়া যাক একনজরে।
দক্ষিণ কোরিয়া: ১৯৪৫ সালের ১৫ অগাস্ট কোরীয় উপদ্বীপে জাপানের শাসনের অবসান ঘটে। এর তিন বছর পর ১৯৪৮ সালে স্বাধীন সরকার গঠিত হয় কোরিয়ায়। এরপর থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ায় পালন হয় স্বাধীনতা দিবস। দক্ষিণ কোরিয়া ১৫ই অগাস্ট গওয়াংবোকজল পালন করে। ‘গওয়াংবোক’ শব্দের অর্থ ‘আলোর পুনরুদ্ধার’, যা আশা ও স্বাধীনতার প্রতীক। এই দিনে, কোরিয়ার মানুষ কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করে।
আরও পড়ুন: তেরঙা ঘুড়ি থেকে ট্যাবলো, কোন রাজ্যে কেমন স্বাধীনতা দিবস উদযাপন?
উত্তর কোরিয়া: ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের নৃশংস শাসনের অধীনে ছিল উত্তর কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর ১৫ অগাস্ট জাপানের ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তি পায় কোরিয়া। এরপর থেকে উত্তর কোরিয়াও ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে। উত্তর কোরিয়ায়, এই দিনে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ আয়োজন করা হয়। এছাড়া নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
কঙ্গো রিপাবলিক: ১৯৫০ ও ৬০-এর দশকের বিরাট আন্দোলনের ফল হল এই দেশের স্বাধীনতা অর্জন। ১৯৬০ সালের ১৫ অগাস্ট কঙ্গো রিপাবলিক ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে। সেদেশেও দিনটি কুচকাওয়াজ, বিশিষ্টদের ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়।
লিকটুনস্টাইন: ইউরোপের ছোট্ট দেশ লিকটুনস্টাইন। সেই অর্থে এটি দেশটির স্বাধীনতা দিবস নয়, এটি জাতীয় ঐক্য ও স্বায়ত্তশাসনের উদযাপনের দিন। লিকটুনস্টাইন ১৫ অগাস্টকে জাতীয় গর্বের দিন হিসাবে পালন করে। এদিন, আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোজ্ঞ ভাষণের মাধ্যমে এই উৎসব পালন হয়।
বাহরিন: ১৯৭১ সালের ১৫ অগাস্ট বাহরিন আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ আশ্রিত অঞ্চলের মর্যাদা থেকে স্বাধীনতা ঘোষণা করে। ১৯৭১ সালে, বাহরিন সংযুক্ত আরব আমিরশাহি যোগ না দিয়ে একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হওয়ার সিদ্ধান্ত নেয়। দেশটি আনুষ্ঠানিকভাবে ১৬ ডিসেম্বর জাতীয় দিবস উদযাপন করলেও ১৫ অগাস্ট দিনটি এই দেশের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ।
দেখুন খবর: