ওয়েব ডেস্ক : ভোটার তালিকায় নিবিড় সংশোধন তথা এসআইআর (SIR) নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেছেন, “দু’কোটি নয়, ক্ষমতা থাকলে বাংলা থেকে দুটি লোকের নাম বাদ দিয়ে দেখাক, কত ধানে কত চাল বুঝিয়ে দেব।” পাশপাশি এসআইআরকে ‘সাইলেন্ট ইনভিসিবল রিগিং’ বলেও কটাক্ষ করেছেন তিনি।
বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে অভিষেক(Abhishek Banerjee) বলেন, যে সব নাগরিকরা নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করে সরকারকে প্রশ্ন করে। এখন তাদেরই ভোটাধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্র। তিনি বলেছেন, বাংলায় এসব করে লাভ নেই। তিনি আরও অভিযোগ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। আগে টাকা আটকেছে, এবার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। অভিষেক আরও বলেছেন, বাংলায় এখনও কোনও রকমের ভোটার তালিকায় নিবিড় সংশোধন সংশোধন হয়নি। কিন্তু বিজেপি নেতারা আগেই বলে দিচ্ছেন যে বাংলা থেকে দু’কোটি মানুষের নাম বাদ যাবে।
আরও খবর : গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত, একটানা বৃষ্টির পূর্বাভাস
এর পাশাপাশি ভারতে অনুপ্রবেশকারী সমস্যা নিয়েও কেন্দ্রের সরকারকে (Central Government) আক্রমণ করেছেন তিনি। অভিষেক প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ (Bangladesh) থেকে জম্মু-কাশ্মীর (Jammu and kashmir), বর্ডারের দায়িত্বে কে রয়েছে? এর জন্য ব্যর্থতা কার? সঙ্গে তিনি আক্রমণ করে বলেছেন, ভারতের রিমোর্ট কন্ট্রোল এখন ওয়াশিংটনের কাছে। ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প (Trump) যে মিথ্যে দাবি করছেন তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কেন কিছু বলছেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। তিনি কটাক্ষ করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কাছে ‘মজবুর সরকার’ হয়ে গিয়েছে কেন্দ্রের সরকার।
অভিষেক আরও বলেছেন, বিজেপির (BJP) বড় নেতাদের মার্জিন কমে যাচ্ছে। তাই তারা এখন ভোটার তালিকার নিবিড় সংশোধন করতে চাইছে। একদিকে টাকা দেওয়া হচ্ছে না, কিন্তু অন্যদিকে কেড়ে নেওয়া হবে সাধারণ মানুষের ভোটের অধিকার। কিন্তু এসবের পরেও মানুষ ভোটাধিকার প্রয়োগ করলে বিজেপি যে জিতবে না, সেটা তিনি হুঙ্কার দিয়ে বলেছেন।
দেখুন অন্য খবর :