ওয়েব ডেস্ক: বলিউডে একাধিক নামকরা অ্যাকশন ও থ্রিলার ঘরানার ছবি (Action and Thriller Movie) থাকলেও ‘ডন’ ছবির (Don Movie) একটা আলাদাই ভক্ত সংখ্যা রয়েছে। তাইতো এই ছবি নির্মাণের ঘোষণা পর থেকেই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। বিগ বি (Amitabh Bacchan), বাদশার (Shah Rukh Khan) পর ‘ডন থ্রি’ (Don 3) ছবির মুখ্য চরিত্রে অভিনয়ে করছেন রণবীর সিং (Ranveer Singh)। বর্তমানে ছবির শুটিং চলছে রমরমিয়ে। আর এবার এই ছবির নতুন এক চরিত্রকে ঘিরে খবর এল প্রকাশ্যে। এই ছবিতে খলনায়কের (Antagonist) ভূমিকায় অভিনয় করার কথা ছিল বিক্রান্ত মাসির (Vikrant Massy)। তবে অভিনেতা তাঁর মত বদলেছেন। ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় না করার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিলেন অভিনেতা। এবার শোনা যাচ্ছে, বিক্রান্তের জায়গায় এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন বিগ বস খ্যাত করণবীর মেহরা (Karan Veer Mehra)।
সম্প্রতি এই ছবির খলনায়ক চরিত্রের জন্য দক্ষিনী অভিনেতা বিজয় দেবক্রাকোন্ডাকে (Vijay Devkrakonda) ভাবা হচ্ছিল। তবে তা চূড়ান্ত হয়নি। ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘করণবীর মেহরা এই ছবির খলনায়কের চরিত্রের জন্য তালিকার শীর্ষে রয়েছেন। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে অবশ্যই পরিচালক করণকে এই ছবির জন্য ভেবে দেখছেন। সিলায় তাঁর রূপান্তর এবং উপস্থিতি ইন্ডাস্ট্রির বহু মানুষের মন জয় করেছে।
আরও পড়ুন: প্রয়াত ‘ডন’-এর পরিচালক চন্দ্র বারোট
‘ডন থ্রি’ ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহান আখতার (Farah Akhtar)। ডন ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় অংশ সম্ভবত আগামী অছর ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পেতে পারে। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ছবি ‘ডন’ এ দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। ২০০৬ সালে এই ছবির রিমেক তৈরি হয়। ডনের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। ২০১১ সালে এই ছবির সিক্যুয়েল ছবি আসে ‘ডন টু’। এই পর্বেও শাহরুখকে দেখা গিয়েছিল ডনের ভূমিকায়। আর এবার সেই দায়িত্ব সামলাবেন রণবীর সিং।
দেখুন অন্য খবর