ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Uttar Pradesh Prayagraj) পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ঝাড়খণ্ডের অন্যতম কুখ্যাত দুষ্কৃতী আশিস রঞ্জনের। সে আবার ছোটু সিংহ নামেও পরিচিত ছিল। বৃহস্পতিবার প্রয়াগরাজে কোনও কুকর্মের পরিকল্পনায় হাজির হয়েছিল ওই দুষ্কৃতী। গোপন সূত্রে তার আগমনের খবর কানে যায় পুলিশের। সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে তল্লাশি অভিযানে নামে স্পেশ্যাল টাস্ক ফোর্স। তার মাথার দাম ছিল ৪ লক্ষ টাকা।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, প্রয়াগরাজের শিবরাজপুর এলাকায় ছোটু ও তার দলবলকে পাকড়াও করতে পুলিশের তল্লাশি চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে হঠাৎ একটি বাড়ি থেকে পুলিশকে তাক করে একে ৪৭ দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই দুষ্কৃতী। গুলির জবাবে পাল্টা গুলি ছোঁড়ে পুলিশও।
আরও পড়ুন: হরিয়ানায় থাকতে পারবে না বাঙালিরা! রাজ্যে ফিরলেন পরিযায়ীয়া
দীর্ঘ সময়ে জুড়ে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। ওই বাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ। পুলিশ প্রথমে ছোটুকে আত্মসমর্পণ করতে বললেও পুলিশকে তাক করে গুলি ছোঁড়ে সে। গুলির জবাবে পাল্টা গুলি ছোঁড়ে পুলিশও। পুলিশের গুলিতে গুরুতর আহত হয় ছোটু। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয় তার। নিহত ওই দুষ্কৃতী ঝাড়খণ্ডের বাড়ি ধানবাদে। ঝাড়খণ্ডে একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল তার নাম।
দেখুন অন্য খবর