ওয়েব ডেস্ক: বিমানে নির্দিষ্ট ওজনের বেশি মাল বহন করলে গুনতে হয় অতিরিক্ত জরিমানা। এবার থেকে এই নিয়ম চালু করল ভারতীয় রেল। ট্রেনযাত্রায় এমন পদ্ধতি কার্যকর না থাকায় লাগেজ রাখা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। সেই কারণে এবার থেকে এই নয়া সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আপাতত উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছিওকি স্টেশনে পরীক্ষামূলক ভাবে এই নিয়ম চালু হচ্ছে। পরে ভারতজুড়ে চালু হতে পারে অতিরিক্ত লাগেজে জরিমানার নিয়ম।
উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠী বলেন, অতিরিক্ত লাগেজের জন্য জরিমানা থাকলেও তা বাস্তবে কার্যকর হয়নি। তিনি বলেন, ট্রেনে যেমন টিকিট কেটে ওঠাটা নিয়ম তেমনই নির্দিষ্ট ওজনেরই মালপত্র নিয় ওঠা যায়। কিন্তু লাগেজ সংক্রান্ত ঠিক কী নিয়ম রয়েছে রেলের?
আরও পড়ুন: রাহুল-তেজস্বীর গাড়ির ধাক্কা, কনস্টেবলের পা আটকে গেল চাকার তলায়
এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা ৭০ কেজি, এসি টু টায়ারের যাত্রীরা ৫০ কেজি, এসি থ্রি টায়ার এবং স্লিপার ক্লাসের যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত মালপত্র নিয়ে ট্রেনযাত্রা করতে পারেন। সাধারণ কামরার যাত্রীরা সর্বোচ্চ ৩৫ কেজি মালপত্র সঙ্গে রাখতে পারেন। যদিও এই নিয়ম কার্যকর হত না এতদিন। অতিরিক্ত ওজন নিয়ে দিব্য সফর করতেন যাত্রীরা। রেল সূত্রে খবর, এবারে আর তেমনটা চলবে না। ট্রেনের ভিতর চলাফেরার জায়গায় মালপত্র থাকলেও জরিমানা করা হবে বলে জানা গিয়েছে।
দেখুন খবর: