কোচবিহার: ফের অসম সরকার এনআরসি নোটিস দিল কোচবিহারের বাসিন্দাকে। তুফানগঞ্জ ২নং ব্লকের শালবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের বাঁশরাজা গ্রামের বাসিন্দা মমিনা বিবিকে এনআরসি নোটিস ধরাল অসম ফরেনার্স ট্রাইবুনাল।
জানা গিয়েছে, জন্মসূত্রে কোচবিহারের বাঁশরাজা এলাকারই বাসিন্দা মমিনা বিবি। ৪৫ বছর আগে, অসমের আগমনী এলাকায় বিয়ে হয় তাঁর। মাত্র দেড় বছর অসমে ছিলেন। তারপর মমিনা বিবি স্বামীকে নিয়ে চলে আসেন কোচবিহারে। সেখানেই থাকতে শুরু করেন। তাঁর স্বামী কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও, পরে তার স্বামী ছেড়ে চলে যান। বর্তমানে দুই ছেলেকে নিয়ে কোচবিহারেই থাকেন তিনি। এরইমধ্যে, এনআরসি নোটিস পাওয়ার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত ওই বৃদ্ধা।
আরও পড়ুন: ডেঙ্গি নিয়ন্ত্রণে নবান্নে জেলাশাসকদের নিয়ে বৈঠক মুখ্যসচিবের
বৃদ্ধা মহিলা জানিয়েছেন, এই নিয়ে তিনবার এনআরসির নোটিস হাতে পেয়েছেন তিনি। গত দুবার নোটিস এলেও তিনি ধুবরি এনআরসি দফতরে হাজিরা দিতে যাননি। আর এবার হাজিরা এড়িয়ে গেলে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন ওই মহিলা। এই নোটিস আসায় আতঙ্কিত এই মমিনা বিবির ছেলেও। তিনি বলেন, তার জন্ম এখানে। তার মা এখানেই জন্মগ্রহণ করেছেন। তবে কেন তার মায়ের নামে এই ধরনের নোটিস এল? তা কোন ভাবেই বোধগম্য হচ্ছে না তার। এভাবে অসম সরকার এই বাংলার মানুষকে হেনস্তা করছে। তা কোন ভাবেই মেনে নেওয়া হবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন তুফানগঞ্জ ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানিক বর্মন।
এপ্রসঙ্গে বিজেপি নেতা উজ্জল কান্তি বসাক বলেন, সরকারি ব্যবস্থাপনায় এই রাজ্যে ভুয়ো ভোটার কার্ড থেকে আধার কার্ড সহ ভূয়ো সার্টিফিকেট তৈরির কারখানা হয়েছে। এই এনআরসি নোটিশটিও ভুয়ো কিনা? তা খতিয়ে দেখতে হবে।
দেখুন খবর