ভূবনেশ্বর: পুলিশ প্রশাসনে কুকুরের বিশেষ গুরুত্ব আছে, এই কথা কারুর অজানা নয়। অনেক জটিল কেস প্রশিক্ষিত ডগ স্কোয়াড তার দক্ষতার মাধ্যমে সম্পন্ন করেছে। এবার দেশের প্রথম রাজ্য হিসেবে ওড়িশার (Odisha) দমকল বিভাগে (Fire Brigade) যুক্ত হল ‘K9 ডগ স্কোয়াড’ (‘K9 Dog Squad’)
এই স্কোয়াডে ১০টি স্নিফার ডগ (Sniffer Dog) রয়েছে। এরা সকলেই প্রশিক্ষিত। ৩৮ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩ নম্বর ব্যাটেলিয়নের অধীনে। এদের রয়েছে প্রবল ঘ্রাণশক্তি।
আরও পড়ুন-এবছর ‘ডিজিটাল মহাকুম্ভ’র সাক্ষী থাকবে দেশবাসী, ‘মন কী বাত’ অনুষ্ঠানে ঘোষণা মোদির
দমকল কর্মীদের সঙ্গে কাজ করার আগে প্রবল ঘ্রাণশক্তি (smell) কুকুরদের মোট ৫৬ সপ্তাহের প্রশিক্ষণ প্রয়োজন। ইতিমধ্যেই তাদের প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তাই এবার তাঁদের ধ্বংসাবশেষের স্তূপ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ এই প্রশিক্ষণ তিনমাস চলবে।
‘K9 ডগ স্কোয়াড’ দমকলে এরা কি কাজ করবে
এদের কাজ হবে দমকলকর্মীদের সাহায্য করা। উদ্ধার ও ত্রাণকাজে এরা সাহায্য করবে কর্মীদের। প্রবল ঘ্রাণশক্তির কারণে কাজ আরও সহজ হবে।
দমকল আধিকারিক দীনবন্ধু জেনা জানান, বহনাগা রেল দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ওড়িশা সরকার এই শিক্ষা নিয়েছে। কারণ দুর্ঘটনার পর ধ্বংস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের ৷ উদ্ধারকাজ সম্পূর্ণ সময় লেগে যায়। কিন্তু, সেই সময় বিশেষ প্রশিক্ষিত এই স্নিফার ডগ স্কোয়াড থাকলে এই সমস্যা হত না ৷ আর সেই কারণে, দমকল বিভাগে K9 ডগ স্কোয়াড মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার ৷
জানা গিয়েছে, ওড়িশার স্কোয়াডে ১০টি কুকুরের মধ্য়ে রয়েছে ল্যাব্রেডরস্ ও বেলজিয়ান ম্যালিনিওস ৷ সকলের বয়স প্রায় এক বছর ৷ ইতিমধ্য়েই, তাঁদের থাকার জন্য ব্যারাক তৈরির কাজও সম্পন্ন হয়েছে। যে কোনও ধরনের মৃতকোষ শনাক্ত করতে সক্ষম এই স্নিফার ডগ ৷
ওড়িশা ফায়ার অ্যান্ড ডিজাস্টার রেসপন্স ইনস্টিটিউট (OFDRI)-এর অধ্যক্ষ নারাজ সত্যপির বেহেরা বলেন, এই কুকুরদের প্রখর ঘ্রাণশক্তি রয়েছে। খুব সহজেই উদ্ধারকাজ সম্পন্ন করতে সক্ষম এরা।
দেখুন অন্য খবর-