ওয়েব ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় জুটি ঐন্দ্রিলা-বিক্রম (Oindrila Sen and Vikram Chatterjee)। ‘সাত পাকে বাঁধা’ (Saat Paake Bandha) ধারাবাহিকে প্রথম দেখা গিয়েছিল এই জুটিকে। সেইসময় দর্শকদের প্রচুর ভালোবাসাও কুড়িয়েছিল এই জুটি ও ধারাবাহিক দুইই। তারপর একটা লম্বা সময়ে বিরতির পর ‘ফাগুন বউ’ (Phagun Bou) ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফেরে এই জুটি। এরপর তাঁদের দুটিকে একসঙ্গে মঞ্চ ভাগ করে নিতে না দেখা গেলেও, তাঁদের বন্ধুত্বে কিন্তু একটুও মরচে পড়েনি। নিজেদের বন্ধুত্বের গল্পও ভাগ করে নিতে দেখা গিয়েছে দুজনকে। তবে এবার আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে দর্শকদের প্রিয় ‘রাজা-দুষ্টু’। নতুন কোনও ধারাবাহিকই কী ফের কাছে আনছে এই জুটিকে?
দর্শকদের মনোরঞ্জনে রিয়্যালিটি শোয়ের (Reality Show) জুড়ি মেলা ভার। এবার নতুন এক রিয়্যালিটি শোয়ের হাত ধরেই ছোট পর্দায় ফিরছে এই জুটি। দুই বন্ধুকে দেখা যাবে সঞ্চালকের আসনে। জি বাংলায় আসছে নতুন রিয়্যালিটি শো ‘দশ দিনে দশ লাখ’। সেই মঞ্চেই সঞ্চালনার দায়িত্ব সামলাবেন ঐন্দ্রিলা-বিক্রম। সংবাদ মাধ্যমকে বিক্রম জানিয়েছেন, তাঁরা দুজনে জি বাংলার নতুন একটি রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করছেন। এই কাপল গেম শো নানান মজার খেলায় ভর্তি।
আরও পড়ুন:প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা এস কৃষ্ণমূর্তি
ছোট পর্দায় এই নতুন রিয়্যালিটি শোয়ের হাত ধরে ফের মজার খেয়াল মাতবে জুটিরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমবে শোয়ের মঞ্চ। তবে কবে থেকে এই শো টিভির পর্দায় সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি। কারাই বা হবে এই শোয়ের জুটি? তাও এখনও প্রকাশ্যে আসেনি। তবে দর্শকদের প্রিয় ঐন্দ্রিলা-বিক্রম জুটি ফের একবার যে ভালোবাসা আদায় করে নেবে তা বলাবাহুল্য।
দেখুন অন্য খবর