উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে বিপুল পরিমাণে জাল নোট উদ্ধারের ঘটনা ঘটে। একটি গেস্ট হাউস থেকে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে নেমে সন্দেশখালি থানার পুলিশের হাতে আগেই গ্রেফতার হয় এক মহিলা সহ তিনজন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এবার ভিন রাজ্য থেকে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। মহারাষ্ট্রের নাগপুর থেকে অভিষেক তিওয়ারি নামে গ্রেফতার করা হয় এই ঘটনার সঙ্গে যুক্ত এক অভিযুক্তকে। এখনও পর্যন্ত মোট গ্রেফতারের সংখ্যা চারজন।
ফের শিরোনামে সন্দেশখালি ৷ তবে, কোনও রাজনৈতিক সংঘর্ষ কিংবা নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে নয়৷ এবার সন্দেশখালি শিরোনামে এসেছে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনায় ৷ পুলিশ সূত্রের দাবি, একাধিক ব্যবসায়ীকে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চালানো হত। তাদের প্রলোভন দেখিয়ে নেওয়া হত নগদে বিপুল অঙ্কের ‘প্রসেসিং ফি’। এরপর সেই ‘ঋণের টাকা’র মধ্যে সুকৌশলে মিশিয়ে দেওয়া হত জাল নোট। গোপন সূত্রে খবর পেয়ে, ওই হোটেলের 206 নম্বর রুমে হানা দেয় সন্দেশখালি থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুটকেস ও কয়েকটি ব্যাগের ভিতরে থরে-থরে সাজানো ছিল জাল নোটগুলি। এরপরই গোটা ঘটনার তদন্তে নামে সন্দেশখালি থানার পুলিশ।
আরও পড়ুন: ফের মেডিক্যাল কলেজে থ্রেট কালচার! বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা
পুলিশের প্রাথমিক অনুমান, ভিন রাজ্য থেকে এই জাল টাকা ছাপিয়ে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হতো বলে এমনটাই মনে করছে তদন্তকারী আধিকারিকরা। এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হলেও, পুলইস তদন্ত চালাচ্ছে। আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
দেখুন খবর