জাহাঙ্গীর হোসেন, ভাঙড়- ভাঙড়ে (Bhangar) তৃণমূল নেতা (Tmc Leader) রাজ্জাক খান (Razzak Khan) খুনে গ্রেফতার আরও এক। মোট সংখ্যা সাত। ক্যানিং পূর্ব বিধানসভার (Canning East Assembly) চন্দনেশ্বর এলাকা থেকে রেজাউল মোল্লা (Rezaul Molla) নামে এক যুবককে গ্রেফতার করল উত্তর কাশীপুর থানার (Kashipur police station) পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রাজ্জাক খানকে প্রথম গুলি চালিয়েছিল এই রেজাউল মোল্লা। মোট তিনজন মিলে গুলি চালিয়েছিল। এর আগে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা আজহারউদ্দিনের ঘনিষ্ট ছিল এই রেজাউল। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে।
পুলিশ গোপন সূত্রে খবর পায় চন্দনেশ্বর এলাকায় গোপনডেরায় গা ঢাকা দিয়ে আছে রেজাউল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গভীর রাতে তল্লাশি অভিযান চালিয়ে রেজাউলের গোপন ডেরা থেকে তাকে গ্রেফতার করে। পানাপুকুর এলাকার বাসিন্দা রেজাউল।
আরও পড়ুন- ভুয়ো ভোটার ও মৃতদের নামে ভর্তি ভোটার তালিকা, চাঞ্চল্য কোটা গ্রামে
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে বিজয়গঞ্জ বাজারের কাছে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান। তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। পর পর পাঁচটি গুলি চালায় বলে অভিযোগ। এর পর রাজ্জাকের মৃত্যু নিশ্চিত করতে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনার পরে তদন্ত শুরু করে কাশীপুর থানার পুলিশ।
দেখুন আরও খবর-