কলকাতা: গত ২৩ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল রানা সরকার প্রযোজিত ও সৌরভ পালোধি পরিচালিত ছবি ‘অঙ্ক কি কঠিন’ (Onko Ki Kothin)। এই ছবিটি তিন খুদের বড় স্বপ্নকে ঘিরে তৈরি করা হয়েছিল। দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। ওটিটিতে মুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত পরিচালকের। বড় পর্দায় রমরমিয়ে চলার পর যা এবার আসছে ওটিটিতে। সম্প্রতি হইচই’র সোশাল মিডিয়াতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে এবার ‘অঙ্ক কি কঠিন’ ছবি আসছে হইচই টিভিতে।
আগামী ৮ আগস্ট থেকে হইচইতে দেখা যাবে ‘অঙ্ক কি কঠিন’ ছবি। যদিও এই ছবি মুক্তির পর প্রযোজক রানা সরকার ঘোষণা করেছিলেন যে, ছবির স্বার্থেই তা ওটিটিতে মুক্তি পাবে না। শুধু মাত্র যাতে সিনেমাহলে এসে দর্শক ছবি দেখে এবং ব্যবসার নিরিখে ছবি এগিয়ে থাকে তাই এই সিদ্ধান্ত ছিল পরিচালকের। ‘অঙ্ক কি কঠিন’ সিনেমাটি যখন বড় পর্দায় মুক্তি পেয়েছিল তখন প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন, এই ছবিটি ডিজিটাল প্লাটফর্মে আনবেন না তিনি। সিনেমা হলে গিয়ে সিনেমাকে বাঁচানোর বার্তা দিয়েছিলেন রানা। কিন্তু এত কিছুর পরেও ছবি মুক্তির ৩ মাস অতিক্রান্ত হতে না হতেই ডিজিটাল প্লাটফর্মে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। প্রযোজক রানা সরকার এই খবর নিশ্চিত করেন। ‘অঙ্ক কি কঠিন’-এর ওটিটিত মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ৮ আগস্ট থেকে হইচইতে দেখা যাবে এই ছবি।
আরও পড়ুন: রাজনীতির ময়দানে সলমন খান! কোন দলে নাম লেখাচ্ছেন?
অন্য খবর দেখুন