ওয়েব ডেস্ক : অপারেশন সিঁদুর (Operation Sindoor) শেষ হয়নি। তা স্থগিত রাখা হয়েছে। লোকসভায় (Loksabha) অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনায় জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি জানিয়েছেন, পাকিস্তানের (Pakistan) মাটি ব্যবহার করে জঙ্গিরা যদি আবার কোনও ধরণের হামলা চালায়, তাহলে তার যোগ্য জবাব দেওয়া হবে। এই আলোচনার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকেও (Rahul Gandhi) আক্রমণ করেছেন তিনি।
২২ এপ্রিল ২০২৫ সালে জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam Attack) ঘটে গিয়েছিল এক ভয়াবহ ঘটনা। জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জন পর্যটকের। সেই হামলার জবাব দিতে ৭ মে পাকিস্তানে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছিল জঙ্গিদের একাধিক ঘাঁটি। তা নিয়েই সংসদে আলোচনা চেয়েছিলেন বিরোধীরা। তাতে রাজি হয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই মতো সোমবার, ২৮ জুলাই সংসদের নিম্নকক্ষ লোকসভায় এ নিয়ে এ বিশেষ আলোচনা হয়। সেখানে এই অপারেশন নিয়ে সব তথ্য তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।
আরও খবর : হাসপাতালে বন্ধ অক্সিজেন সরবরাহ যন্ত্র, মৃত্যু ৩ জনের
তিনি বলেছেন, পহেলগাম হামলার (Pahalgam Attack ) বদলা নিতেই মাত্র ২২ মিনিটেই জঙ্গিদের ঘরে ঢুকে তাদের মেরেছে ভারতীয় সেনা (Indian Army)। এই হামলায় ১০০-র বেশি জঙ্গি, তাদের প্রশিক্ষক ও কর্মীরা নিহত হয়েছে। তিনি বলেছেন, জয়েশ-ই-মহম্মদ, লস্কর-ই-তোইবা এবং হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে সমূলে উৎখাত করা হয়েছে। রাত দেড়টা নাগাদ এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এই হামলায় ড্রোন থেকে শুরু করে ব্যবহার করা হয়েছিল দূরপাল্লার অস্ত্র। তিনি দাবি করেছেন, ১০ মে ভারতীয় সেনা যখন পাকিস্তানের একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল, তারপরই পরাজয় স্বীকার করে নিয়ে যুদ্ধবিরতির আবেদন জানায় পাকিস্তান। সঙ্গে তিনি বলেছেন, অপারেশন সিঁদুর (Operation Sindoor) বন্ধ হয়নি বরং তা স্থগিত করা হয়েছে। তবে ভবিষ্যতে জঙ্গিরা যদি ভারতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে, তাহলে তার জোরাল ও চুড়ান্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।
মূলত, ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন, প্রথম থেকে এমনটাই দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই দাবি আগেই খারিজ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই একই দাবি করলেন রাজনাথ সিং(Rajnath Singh)। তিনি বলেছেন, ভারতের হামলা সামলাতে না পেরেই ভারতের কাছে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছিল পাকিস্তান। এর পর ১২ মে দুই দেশের DGMO-র মধ্যে আলোচনা হয়। তার পরেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। অন্যদিকে এদিন আলোচনার শুরুতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন তিনি। রাজনাথ বলেছেন, তিনি কখনও আমাদের কাছে জানতে চান না যে, শত্রুশিবিরের কটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বা গুলি করে নামানো হয়েছে?
দেখুন অন্য খবর :