ওয়েব ডেস্ক : রাষ্ট্রপুঞ্জে (UN) ফের একবার পাকিস্তানকে (Pakistan) আক্রমণ করল ভারত (India)। সেখানে ভারতের প্রতিনিধি জানিয়েছেন, সন্ত্রাস ও ধর্মান্ধতায় ডুবে রয়েছে পাকিস্তান। পাশপাশি পাকিস্তানকে বারবার ঋণ দেওয়া নিয়ে আইএমএফ(IMF)-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভারতের তরফে দাবি করে আসা হচ্ছে, আইএমএফ-এর টাকা জঙ্গিদের কাছে যাচ্ছে। কিন্তু তা সত্বেও ঋণ দেওয়া হচ্ছে পাকিস্তানকে? তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
রাষ্ট্রপুঞ্জে (UN) ভারতের প্রতিনিধি হরিশ পর্বতনেনি বলেন, ভারত (India) গণতান্ত্রিক দেশ। দেশের অর্থনীতিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু অন্যদিকে ধর্মান্ধতা ও সন্ত্রাসে ডুবে আছে পাকিস্তান। পাকিস্তান (Pakistan) আইএমএফের (IMF) ঋণের উপর বেঁচে রয়েছে বলে কটাক্ষ করেন তিনি। হরিশ পর্বতনেনি আরও বলেন, বিশ্ব শান্তি বজায় রাখতে দরকার সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স। কিন্তু পাকিস্তান সেটা করতে পারে না বলে জানিয়েছেন তিনি।
আরও খবর : অত্যাধুনিক যন্ত্রমানব! AI-এর মাধ্যমে গোপনে ভয়ঙ্কর কিছু বানাচ্ছে চীন?
পহেলগাম হামলার প্রসঙ্গ তুলে ভারতের প্রতিনিধি বলেন, যে সব দেশ সীমান্তবর্তী সন্ত্রাসকে মদত দিয়ে চলেছে, তাদেরকে এর চরম মূল্য দিতে হবে। পাশাপাশি আইএমএফ (IMF)-কে আক্রমণ করে তিনি বলেছেন, ভারতের তরফে বারবার জানানো হয়েছে, ঘুর পথে পাকিস্তানকে দেওয়া ঋণ যাচ্ছে জঙ্গিদের কাছে। কিন্তু আইএমএফ তা সত্বেও ঋণ দিয়ে যাচ্ছে। ফলে পাকিস্তানকে দেওয়া সেই ঋণ জঙ্গিদের কাছেই যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
অন্যদিকে ভারত-পাকিস্তান সংঘর্ষ থামানোর কৃতিত্ব নিজেই নিয়েছেন ট্রাম্প (Trump)। তবে রাষ্ট্রপুঞ্জে সেই দাবি ফের খারিজ করলেন ভারতের প্রতিনিধি। তিনি বলেছেন, পাকিস্তানের আবেদনেই এই সংঘাত বন্ধ হয়েছে। এতে কোনও তৃতীয় পক্ষের হাত ছিল না বলেও জানানো হয়েছে।
দেখুন অন্য খবর :