ওয়েব ডেস্ক: ভারতের আকাশসীমায় পাকিস্তানের বিমান চলাচলের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ানো হল। মঙ্গলবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলিধর মোহোল। তিনি জানিয়েছেন, NOTAM (Notice to Airmen) অনুযায়ী, আগামী ২৩ অগাস্ট পর্যন্ত পাকিস্তানের বিমান ভারতের আকাশপথে ঢুকতে পারবে না। কেন্দ্রীয়মন্ত্রী জানান, এই সিদ্ধান্ত ভারতের কৌশলগত নিরাপত্তার দিক মাথায় রেখেই নেওয়া হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানও ভারতের বিমান সংস্থাগুলির উপর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের যাত্রীবাহী বিমানগুলির উপর তাদের নিষেধাজ্ঞা ২৪ অগাস্ট সকাল ৫টা ১৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে।
আরও পড়ুন: নামছিলেন যাত্রীরা, দাউ দাউ করে জ্বলে উঠল এয়ার ইন্ডিয়ার বিমান
গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এরপরই পাকিস্তানকে নিয়ে হাত শক্ত করে ভারত। একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়, যার মধ্যে একটি ছিল ভারতের আকাশসীমায় পাকিস্তানের কোনও বিমান প্রবেশ করতে পারবে না। সেই মেয়াদ আরক এক মাস বাড়ল। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশপথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। নিরাপত্তার স্বার্থে কতদিন এই নিষেধাজ্ঞা চলবে, তা পরিস্থিতি অনুযায়ী ঠিক হবে।
সূত্রের খবর, NOTAM মূলত তখনই জারি করা হয়, যখন কোনও নির্দিষ্ট আকাশপথ সাধারণ যাত্রীবাহী বিমানের জন্য বন্ধ রাখা হয়। যুদ্ধ পরিস্থিতি বা সেনা মহড়ার সময় এমন নির্দেশ জারি হয় যাতে কোনও বেসামরিক বিমান অসাবধানে সেই অঞ্চলে না ঢুকে পড়ে। এর ফলে নাগরিক বিমানের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়।
দেখুন খবর: