ওয়েব ডেস্ক : সামনেই বাঙালির প্রিয় উৎসব ‘দুর্গাপুজো’ (Durga Puja)। সেই কারণে ইতিমধ্যে মার্কেটিংও শুরু করে দিয়েছেন বাংলার মানুষ। আর বাঙালির এই উৎসব মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় ও তার সঙ্গে অনেকটা আনন্দ। সেই আনন্দ নির্ঝঞ্ঝাট ভাবে সাধারণ মানুষ কাটাতে পারেন, তার জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য পর্যটন দফতর।
এক নতুন অ্যাপ (APP) চালু করতে চলেছে রাজ্য সরকার। এই অ্যাপে থাকবে পুজো সংক্রান্ত বিভিন্ন তথ্য। যার ফলে ভিড় যেমন এড়াতে পারবেন সাধারণ মানুষ। তেমন কোনও খারাপ পরিস্থিতির মধ্যে থাকবে ‘প্য়ানিক বাটন’ও। এই অ্যাপের মাধ্যেমে বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার (Pandal Hopping) অভিজ্ঞতা সাধারণ মানুষের কাছে হতে চলেছে সহজ ও ঝামেলা মুক্ত।
আরও খবর : চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট ED-র
সূত্রের খবর, এই অ্যাপে থাকবে পুজো প্যান্ডেলগুলির নির্দিষ্ট লোকেশন। কোথায় কী থিম হয়েছে তা ওই অ্যাপের মাধ্যমে জানা যাবে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, সব প্যান্ডেলের আপডেট থাকবে ওই অ্যাপে (APP)। এমনকি কোন রাস্তায় কেমন ভিড় থাকবে তার রিয়েলটাইম আপডেটও জানানো যাবে ওই অ্যাপ থেকে। এর পাশাপাশি থাকবে ‘প্যানিক বাটন’, SOS ফিচার, এবং জিও-ট্র্যাকিং যুক্ত এমার্জেন্সি অপশনের মতো সুবিধা। এর ফলে কোনও সমস্যা হলে দ্রুত পৌঁছনো যাবে পুলিশের কাছে। এমনকি মেডিক্যাল হেল্পও পাওয়া যাবে অ্যাপের মাধ্যমে। অন্যদিকে বিদেশি পর্যটকদের জন্য অ্যাপে থাকবে দূতাবাস, হোটেল সহ অন্যান্য তথ্য।
প্রসঙ্গত, বাঙালির প্রিয় পুজো আর বাংলাতে আটকে নেই। তা পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। ফলে এই পুজো দেখতে বাংলায় আসেন দেশ বিদেশের বহু মানুষ। ফলে এক একটি প্যান্ডেলে ভিড় দেখা যায়। ফলে পুজোর আনন্দে যাতে কোনওরকম সমস্যা বা বিভ্রান্তি না তৈরি হয়, সেই জন্য এই নতুন অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, পুজোর আগেই চালু হয়ে যাবে এই অ্য়াপ (APP)।
দেখুন অন্য খবর :