কলকাতা: হিন্দি ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন পাওলি দাম (Paoli Dam)। বলিউডের কাজ করলেও মাটির কাছে রয়েছেন অভিনেত্রী পাওলি দাম। তার ব্যক্তিত্ব ও অভিনয় তাকে অন্যদের থেকে আলাদা করে। বেপরোয়া পাওলির সাবেকি সাজে মুগ্ধ অনুরাগীরা। তবে সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেল শাড়ি পরে গঙ্গাবক্ষে।
পাওলি বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা গেল নীল শাড়ি পরে গঙ্গাবক্ষে নৌকা বিহার করছেন অভিনেত্রী। অভিনেত্রীর লুকে নজর আটকেছে ভক্তদের। পাওলির মেদহীন চাবুক শরীরে শাড়ি যেন আলতো করে ছুঁয়ে রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে কলকাতার আইকন হাওড়া ব্রিজ আর নৌকায় বসে পাওলি। কখনও আলতো করে জলে হাত ভেজাছেন তো কখনও আনমনে বসে রয়েছেন। আবার কখনও দূর অজানায় দৃষ্টি রেখেছেন। রোদ-বৃষ্টির আসা যাওয়ার মাঝে সিফন শাড়িতে পাওলির সৌন্দর্য কয়েকগুন বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: চর্চায় ধূমকেতু, একে-অপরের প্রশংসায় দেব-শুভশ্রী
View this post on Instagram
অন্য খবর দেখুন