নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হানা এবং অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে আগামী সপ্তাহেই সংসদের (Parliament) দুই কক্ষ লোকসভা এবং রাজ্যসভায় আলোচনা হতে পারে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আগামী সপ্তাহে অপারেশন সিন্দুর, পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতি ভারতের সামরিক অবস্থানের বিষয়ে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার, অর্থাৎ ২৯ জুলাই রাজ্যসভায় এই বিষয়ে ভাষণ দেবেন। উল্লেখ্য, আগামী সপ্তাহেই লোকসভা এবং রাজ্যসভায় যথাক্রমে ১৬ ঘণ্টা এবং ৯ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য। সেই আলোচনার শেষেই ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী।
সংসদে অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে আলোচনার দাবিতে সরব বিরোধী শিবির। সরকার পক্ষ আগামী সপ্তাহে আলোচনার জন্য দুই কক্ষ মিলিয়ে মোট ২৫ ঘণ্টা সময় বরাদ্দ করেছে। অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Modi)! সূত্রের খবর, বাদল অধিবেশনেই এই ইস্যুতে মুখ খুলতে চলেছেন প্রধানমন্ত্রী। সম্ভবত সংসদের দুই কক্ষেই তিনি ভাষণ দিতে পারেন। লোকসভায় আলোচনা হতে পারে আগামী ২৮ জুলাই। গত সোমবার লোকসভার ‘বিজনেস অ্যাডভাইসরি কমিটি’-এর বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। রাজ্যসভায় আলোচনা হবে ২৯ জুলাই। বুধবার রাজ্যসভার ‘বিজনেস অ্যাডভাইসরি কমিটি’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পহেলগাঁও এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য দুই কক্ষেই ১৬ ঘণ্টা করে বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। বিরোধীদের দাবি, ‘সিঁদুর’ নিয়ে আলোচনার সময় যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে উপস্থিত থাকেন। তা আদৌ ঘটবে কি না, এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: আল কায়দা যোগ, গুজরাট পুলিশের হাতে ধৃত ৪
সংসদ চত্বরে দাঁড়িয়ে বুধবার বিরোধী দলনেতা বললেন, “একদিকে সরকার বলছে অপারেশন সিঁদুর চলছে। অন্যদিকে বলছে আমরা জিতে গিয়েছি। আবার ডোনাল্ড ট্রাম্প ২৫ বার বলেছেন, তিনি অপারেশন সিঁদুর থামিয়ে দিয়েছেন। ডাল মে কুছ না কুছ কালা হ্যায়।” বুধবার রাজ্যসভার ‘বিজনেস অ্যাডভাইসরি কমিটি’র বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি। তিনি বলেন, ‘‘আমাদের দাবি ছিল, প্রধানমন্ত্রী যাতে আলোচনার সময় হাজির থাকেন। সরকার পক্ষ আমাদের জানিয়েছে, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।’
অন্য খবর দেখুন