কলকাতা: প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাসগুপ্ত (Uma Dasgupta Passway)। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী ‘পথের পাঁচালী’র (Pather Panchali) দুর্গা কথা সবারই কমবেশি মনে রয়েছে। সেই সিনেমায় ‘দুর্গা’র অভিনয় মন ছুঁয়েছে যাওয়ার মতো। সেই দূর্গা পাড়ি দিলেন না ফেরার দেশে। জীবনযুদ্ধে ক্যানসারের কাছে হার মানলেন। সোমবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মারা যান উমা দাশগুপ্ত। শোনা যাচ্ছে, তিনি বহু বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। উমা দাশগুপ্ত যে আবাসনে থাকতেন ওই আবাসনে থাকেন অভিনতা চিরঞ্জিৎ চক্রবর্তী। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিধায়ক-পরিচালক-অভিনতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
আরও পড়ুন: পারদ পতন, কলকাতায় তাপমাত্রা আরও এক ডিগ্রি কমল
ছোট বেলা থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত। তার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সত্যজিৎ রায়ের ঘনিষ্ট। শিক্ষকের সাহায্যেই দুর্গাকে খুঁজে পান সত্যজিৎ। তাঁর বাবা চাননি মেয়ে সিনেমার জগতে আসুক। পথের পাঁচালিতে অভিনয়ের জন্য সত্যজিৎ রায় তাঁর পরিবারের কাছে অনুমতি আদায় করে নিয়েছিলেন। তারপরও সৃষ্টি হয়েছিল ইতিহাস। সত্যজিৎ রায়ের পরিচালনায় অপু-দুর্গার জীবনের এক টুকরো কাহিনি, আজও বাঙালির হৃদয়জুড়ে। লাইট ক্যামেরার থেকে নিজে সরিয়ে নিয়েও, আজও তাঁর অভিনয় আজও সকলের মনে গেঁথে রয়েছে। ‘এবার জ্বর ছাড়লে একদিন রেলগাড়ি দেখতে যাবি তো?….’ এখনও ছবির দৃশ্য সকলের স্মৃতিতে তাজা, রূপোলি পর্দায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনেই ক্ষতের সৃষ্টি করেনি, কাঁদিয়েছিল গোটা দর্শক মহলকে। পর্দা দূর্গা পাড়ি দিলেন পরপারে।
অন্য খবর দেখুন