নয়া দিল্লি: শুক্রবার ৭৯ তম স্বাধীনতা দিবস (Independence Day) পালন করছে ভারত। লালকেল্লা (Red fort) থেকে এদিন একাধিক বিষয় নিয়ে সরব হলেন মোদি (Narendra Modi)। স্বাধীনতা দিবসের ভাষণে অনুপ্রবেশ ইস্যুতে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি স্পষ্ট ভাষায় বলে দেন, ‘অনুপ্রবেশ বরদাস্ত করব না।’ লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে আশঙ্কার কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাই ‘দেশ বাঁচাতে’ এবার ‘ভিশন ডেমোগ্রাফি’ মিশনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
গত কয়েক মাস ধরেই অনুপ্রেবশ ইস্যুতে উত্তাল গোটা দেশ। মোদি বলেন, ‘অনুপ্রবেশের কারণে দেশের নিরাপত্তার উপরে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে।’ শুধু দেশের নিরাপত্তা নয়, অনুপ্রবেশকারীরা মা-বোনেদের উপরে আক্রমণ করছে বলেও মন্তব্য করেন তিনি। মোদি বলেন, ‘চাকরিতে ভাগ বসাচ্ছে। আমাদের মহিলাদের আক্রমণ করছে। আমাদের সামাজিক কাঠামো ভাঙার চেষ্টা করছে।’ অনুপ্রবেশের মোকাবিলায় বিশেষ মিশন শুরুর ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘হাই পাওয়ার ডেমোগ্রাফিক মিশনের অনুমোদন দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: কমবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী এদিন বললেন, “রীতিমতো ষড়যন্ত্র করে ভারতের জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” আর তাতে অতীতের সরকারগুলিরও যে ভূমিকা রয়েছে, কৌশলে সে অভিযোগও করতে শোনা গিয়েছে মোদিকে। প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট বলে দিয়েছেন, জনবিন্যাস বদলানোর এই ষড়যন্ত্র রুখে দিতে সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই ‘ভিশন ডেমোগ্রাফি’ শুরু করছে ভারত সরকার।
দেখুন খবর: