কলকাতা: অভিশপ্ত ৯ অগাষ্ট। একবছর আগে আরজিকরের নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তার হয় রাজপথ। একবছর পর সেই ঘটনার প্রতিবাদে ফের রাজপথে মিছিল। শুক্রবার থেকে রাতদখল কর্মসূচী শুরু হয়েছে। শনিবার সকাল থেকেই নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি শহরের বিভিন্ন প্রান্তে। পার্ক স্ট্রিটে বিক্ষোভকারীদের মিছিল আটকায় পুলিশ। সেসময় আন্দোলনকারীদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। আন্দোলনকারীদের মধ্যে অনেকে আহত হয়েছেন। শুধু তাই নয়, আহত হয়েছেন পুলিশও।
নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। একদিকে পুলিশের লাঠিচার্জ, অন্যদিকে আহত পুলিশ কর্মীই। মাথা ফাটল কলকাতা পুলিশের এক কর্মীর। মিছিলে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ পুলিশের। আরজিকরের নির্যাতিতার বাবা মা আগেই অভিযোগ করেছেন, মারধর করা হয়েছে তাঁদের। পুলিশ কপালে মেরেছে অভিযোগ, অভয়ার মায়ের। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভয়ার মা-কে। এরই মধ্যে এবার আক্রান্ত পুলিশ।
আরও পড়ুন: ‘আমার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে’, নির্যাতিতার বাবা-মাকে মারধরের অভিযোগ
আরজিকর কাণ্ডের ১ বছর। এখনও অধরা বিচার। এরইমধ্যে পার্কস্ট্রিটে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। এই অভিযানে সামিল হয়েছেন নিহত তামান্নার মা। রয়েছেন কামদুনির প্রতিবাদীরা। পুলিশ আন্দোলনকারীদের বচসায় তুলকালাম পরিস্থিতি। অবস্থান বিক্ষোভের মধ্যেই ফের ব্যারিকেড ভাঙার চেষ্ঠা।
দেখুন খবর: