ওয়েব ডেস্ক : পুলিশের (Police) মারে মৃত্যু হল বৃদ্ধের! চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে বনগাঁর গোপালনগরে (Gopalnagar)। এই ঘটনার পরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বনগাঁ-চাকদহ সড়ক অবোরধ করেন তারা। অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের তরফে।
জানা গিয়েছে, বনগাঁর (Bangaon) গোপালনগরে কবরস্থানের একটি জমি নিয়ে বিবাদ চলছিল। দীর্ঘদিন তা ঝোপে-জঙ্গলে ভরে ছিল। তা পরিস্কার করতে গেলে বাধা দেয় পুলিশ। সেই সময় স্থানীয়দের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, পুলিশের সেই মারে অসুস্থ হয়ে পড়েছিলেন গোপালনগর থানার অন্তর্গত শিয়ালডাঙার বাসিন্দা রবিউল হোসেন (৭০)। তার পর তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শুক্রবার সকালে তার মৃত্যু হয় বলে অভিযোগ।
আরও খবর : খুঁজে পাওয়া যাচ্ছে না নথি! বাংলায় পিছিয়ে যেতে পারে SIR
সূত্রের খবর, ওই কবরস্থান নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। আদালতে তা নিয়ে মাললাও চলছিল। সেখানে ভারতীয় ন্যায় সংহিতা ১৬৩ ধারা অনুসারে জারি করা হয়েছিল ১৪৪ ধারাও। আর সেখানে পুলিশ (Police) বাধা দিতেই বচসা শুরু হয়েছিল স্থানীয়দের সঙ্গে। অভিযোগ সেখানে বৃদ্ধের উপর লাঠিচার্জ করা হয়েছিল। আর সেই কারণেই মৃত্যু হয় ওই তার।
এই ঘটনার পরেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে শুরু করেন তারা। কয়েক ঘণ্টা বনগাঁ-চাকদহ সড়ক অবরোধ করেন স্থানীয়রা। তবে ওই বৃদ্ধের মৃত্যু পুলিশের মারে হয়েছে, স্থানীয়দের এমন অভিযোগ অস্বীকার করেছে থানা। পুলিশের তরফে দাবি করা হয়েছে, ওই বৃদ্ধ অসুস্থ ছিলেন। তিনি অসুস্থবোধ করলে পুলিশের সহযোগিতায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। আর ওই অসুস্থতার কারণেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।
দেখুন অন্য খবর :